দুবাইয়ে চিকিৎসা শেষে ওমরাহ পালনে সৌদি গেলেন বাবর
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে সৌদি আরব গেছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
শুক্রবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা হন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে লাবিব বিন জামান ও মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহিম রিপন।


এর আগে, বৃহস্পতিবার ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে থাকা অবস্থায় হঠাৎ তীব্র শ্বাসকষ্ট অনুভব করেন লুৎফুজ্জামান বাবর। দুবাইয়ে বিমান অবতরণের পর তাকে বিমানবন্দরের কাছের একটি হাসপাতালে নেওয়া হয়, যেখানে প্রায় আট ঘণ্টা ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন।
আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন জানান, দুবাই হাসপাতালে নিবিড় পরিচর্যায় ছিলেন লুৎফুজ্জামান বাবর। সেখানে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর তাকে সৌদি যাওয়ার অনুমতি দেন। সুস্থতা অনুভব করার পর তিনি বিকেলে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে রওনা দেন।
দুবাইয়ে চিকিৎসা শেষে লুৎফুজ্জামান বাবর সৌদি আরব গেছেন ওমরাহ পালনের উদ্দেশে। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।