হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলিতে ২ জন আহত, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫

ছবি: সারাদিন ডট নিউজ

রাজধানীর হাতিরঝিল থানার ফুলন পুরা বাড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জিলানী (৫৫) ও শুভ (১৭) নামে দুজন আহত হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে তাদের গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

গুলিবিদ্ধ জিলানীর ছেলে সাইফুল জানান, তার বাবা উলন পুরাবাড়ি এলাকায় কলা বিক্রি করছিলেন। রাত ৯টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা গুলি ছোড়ে, এতে তার বাবা গুলিবিদ্ধ হন এবং পাশে থাকা শুভও গুলিবিদ্ধ হন। এরপর তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে এবং তারা বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন। তবে, গুলি চালানোর বিষয়টি সম্পর্কে কিছু জানানো হয়নি।