তিতুমীরের শিক্ষার্থীদের গুলশান-মহাখালী সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ঢাকা উত্তর সিটিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে তারা গুলশান-মহাখালী সড়কে অবরোধ শুরু করে।

আগের ঘোষণায়, শিক্ষার্থীরা মহাখালী রেলপথ, মহাসড়ক ও গুলশান-১ গোলচত্বর অবরোধের পরিকল্পনা করেছিল, তবে ইজতেমার মুসল্লিদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তারা রেলপথ ও মহাসড়ক অবরোধের কর্মসূচি শিথিল করেছে। এরপর, কলেজের প্রধান ফটকে অবস্থান নেওয়ার পর, দুপুর ১২টার দিকে গুলশান-মহাখালী এবং মহাখালী-গুলশান সড়কে বাঁশ ফেলে যান চলাচল বন্ধ করে দেয় তারা। এর ফলে দুই সড়কে যান চলাচল থমকে যায় এবং যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ইজতেমার মুসল্লিদের কথা চিন্তা করে তারা দুপুর পর্যন্ত কর্মসূচি শিথিল রেখেছিলেন, তবে পরবর্তী সময়ে অবরোধ আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন। তারা দ্রুত দাবি পূরণ না হলে ঢাকা উত্তর সিটি অচল করার হুঁশিয়ারি দিয়েছেন।

এদিকে, শিক্ষা মন্ত্রণালয় তাদের দাবির বিষয়ে বিবেচনার আশ্বাস দিলেও, এক বিবৃতিতে ‘আলটিমেটাম দিয়ে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবির যৌক্তিকতা নেই’ বলে উল্লেখ করা হয়েছে। জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করার আহ্বানও জানানো হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে। তবে শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছেন।