কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন: নৌকা প্রতীক বাদ, চাবির প্রতীক সংযুক্ত
স্বাস্থ্য ও প্রশাসনিক সংস্কারের ধারাবাহিকতায় কারা অধিদপ্তরের নতুন লোগো পরিবর্তিত হয়েছে। নৌকা প্রতীক সরিয়ে নতুন লোগোতে চাবির প্রতীক অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান রোববার (২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন। এই লোগো পরিবর্তন মূলত বৈষম্যবিরোধী আন্দোলন পরবর্তী পরিবর্তনশীল পরিস্থিতির অংশ হিসেবে করা হয়েছে।
গত ৪ ডিসেম্বর, কারা সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এ লোগো পরিবর্তনের আভাস দিয়েছিলেন। তিনি বলেন, “রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ” এই লক্ষ্যে দেশের কারাগারগুলোকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার জন্য কারা অধিদপ্তর কাজ করছে।


এছাড়া, কারা অধিদপ্তরের অধীনে বন্দিদের খাবারে আমিষের পরিমাণ বৃদ্ধি, কারাগারগুলোকে উৎপাদনমুখী করা, বন্দি ও কর্মচারীদের সুচিকিৎসার ব্যবস্থা, কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণ এবং প্রতিটি কারাগারে অ্যাম্বুলেন্স সরবরাহের মতো দীর্ঘমেয়াদি পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।