প্রধান বিচারপতির সঙ্গে বিভাগীয় কমিশনার ও ডিসিদের সাক্ষাৎ ১৭ ফেব্রুয়ারি
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সৌজন্য সাক্ষাৎ আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের দেওয়া এক নথিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে ওইদিন বিকেল ৪:৪৫ থেকে ৫:৪৫ পর্যন্ত এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, প্রধান বিচারপতির সঙ্গে সরকারের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের এই বৈঠক বিভিন্ন প্রশাসনিক ও বিচারিক সমন্বয়ের একটি অংশ হিসেবে অনুষ্ঠিত হয়ে থাকে।