শবে বরাত উপলক্ষে দেশবাসীর জন্য তারেক রহমানের বার্তা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশা প্রকাশ করেছেন, সহিংসতা, রক্তপাত, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মানবজাতির কল্যাণে নিবেদিত হলে এই মহিমান্বিত রাতে আল্লাহ তা কবুল করবেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক বাণীতে তিনি দেশবাসীসহ সমগ্র মুসলিম বিশ্বের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

তিনি বলেন, “শাবান মাসের এই রাত অত্যন্ত মহিমান্বিত। বরাত অর্থ নাজাত বা মুক্তি, তাই এই রাতের ফজিলত অপরিসীম। আল্লাহ এই রাতে মানুষের ভাগ্য নির্ধারণ করেন, তাই ধর্মপ্রাণ মানুষ সারারাত আল্লাহর নৈকট্য লাভের জন্য প্রার্থনায় মগ্ন থাকেন।”

তারেক রহমান বলেন, “এই রাতে আল্লাহ তাঁর বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন। আমাদের উচিত সকল অনাচার ও বিদ্বেষ পরিহার করে মানবকল্যাণে কাজ করা।”

পরিশেষে তিনি বলেন, “আমি পবিত্র শবে বরাতের এই রাতে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করছি।”

Nagad