৬ মাস পর মর্গে পড়ে থাকা তরুণের মরদেহ শনাক্ত, হস্তান্তর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ছয় মাস ধরে পড়ে থাকা সাতটি মরদেহের মধ্যে একটির পরিচয় শনাক্ত হয়েছে।

৫ আগস্ট গুলিস্তানে নিহত হওয়া ১৯ বছর বয়সী মো. হাসান ছিলেন কাপ্তানবাজারের একটি দোকানের কর্মচারী। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তার বাবা মনির হোসেন মরদেহ শনাক্তের পর গ্রহণ করেন।

হাসানের বাবা মনির হোসেন জানান, ছেলের নিখোঁজ হওয়ার পর দীর্ঘদিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের মাধ্যমে জানতে পারেন, ঢামেক মর্গে কয়েকটি মরদেহ পড়ে আছে।

১ জানুয়ারি তিনি ও তার স্ত্রী গোলেনুর বেগম ঢাকা মেডিকেলে গিয়ে ডিএনএ নমুনা দেন। এক মাস এক দিন পর (১৩ ফেব্রুয়ারি) ডিএনএ রিপোর্টের মাধ্যমে ছেলের মরদেহ নিশ্চিত করা হয়।

মনির হোসেন জানান, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শহীদ মিনারে জানাজার আয়োজন করবেন। পরে ভোলার পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

উল্লেখ্য, ঢামেকের মর্গে ছাত্র আন্দোলনের সময় নিহত আরও ছয়জনের মরদেহ পড়ে রয়েছে, যাদের পরিচয় এখনো শনাক্ত হয়নি।

Nagad