ভোজ্যতেল বিক্রিতে শর্তজুড়ে দিলে কঠোর শাস্তি: ভোক্তার ডিজি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান হুঁশিয়ারি দিয়েছেন, ভোজ্যতেল বিক্রির সময় অন্য পণ্য কেনার শর্ত জুড়ে দিলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। তিনি জানান, এ ধরনের ঘটনার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কোম্পানি ও ডিলারদের জরিমানা করা হবে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন ভোজ্যতেল ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা।

মহাপরিচালক বলেন, ‘বাজারে তেলের সঙ্গে চাল, আটা, চা পাতাসহ অন্যান্য পণ্য কেনার শর্ত দেওয়া হচ্ছে। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং বাজারে এমনটি দেখা গেলে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে সয়াবিন তেল নিয়ে বাজারে অস্থিরতা বিরাজ করছে এবং তেল রিফাইনকারী কোম্পানিগুলো এই সংকটের জন্য দায়ী। গত চার মাস ধরে তেল নিয়ে বাজারের এই নাজুক পরিস্থিতি চলছে।’

এছাড়া, মতবিনিময় সভায় ভোক্তার পরিচালক ফকির মোহাম্মদ মনোয়ার হোসেন জানান, রাজধানীর বিভিন্ন বাজার পরিদর্শন করে তেলের সঙ্গে শর্ত জুড়ে দেওয়ার বিষয়টির সত্যতা পাওয়া গেছে।

ভোজ্যতেল মালিক সমিতির সভাপতি গোলাম মওলা সভায় বলেন, “বাজারে সহনশীলতা বজায় রাখতে সব পক্ষকে একসাথে কাজ করতে হবে।”

Nagad

এদিকে, নিউ মার্কেটের সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, “বাজারে বর্তমানে পাঁচ লিটারের তেল পাওয়া যাচ্ছে না এবং তেলের সঙ্গে শর্ত জুড়ে দেওয়া হচ্ছে।”

সভায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।