বাসচাপায় দুই স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ

কিশোরগঞ্জ সংবাদদাতা:কিশোরগঞ্জ সংবাদদাতা:
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আলী আকবর (১৪) ও জুনায়েদ (১২)। তারা সম্পর্কে চাচাতো ভাই এবং কটিয়াদীর মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। দুর্ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান, বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে উজান ভাটি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলী আকবর নিহত হয় এবং গুরুতর আহত জুনায়েদকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় উত্তেজিত জনতা কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং বিক্ষোভ প্রদর্শন করে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।