স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসবে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, জনপ্রতিনিধি না থাকায় ডিসিদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে, যা তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তা রয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা চলছে। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে খুব দ্রুতই সিদ্ধান্ত আসবে।

উপদেষ্টা জানান, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা বর্তমানে একাধিক প্রশাসনিক দায়িত্ব পালন করছেন, যা পরিচালনা করা কঠিন হয়ে যাচ্ছে। তিনি মনে করেন, স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধিদের দায়িত্ব দেওয়া উচিত।

আমার মতে, আগে স্থানীয় সরকার নির্বাচন হলে ভালো হবে। তবে এটি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে, বলেন আসিফ মাহমুদ।

এদিকে, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রকাশ্যে বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি, জামায়াত ও জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতারা। বিএনপি আগে জাতীয় সংসদ নির্বাচন চাইলেও জামায়াত ও ছাত্ররা আগে স্থানীয় ভোট চায়।

Nagad

যারা গণহত্যার সাথে জড়িত, তারা কোনও নির্বাচনে অংশ নিতে পারবে না বলেও জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেছেন, তবে আওয়ামী লীগের যারা অন্যায় ও অপরাধের সাথে জড়িত না, তারা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে পারেন। কোনো বাধা নেই। তবে গণহত্যার মামলার আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবে না।