জ্বালানি চাহিদা মেটানো কঠিন, চেষ্টা করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫

সংগৃহীত ছবি

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, জ্বালানি চাহিদা মেটানো কঠিন হলেও সরকার পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছে। তিনি জানান, বিগত সরকারের করা জ্বালানি খাতের চুক্তিগুলোর কারণে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর পূর্বাচলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চারদিনব্যাপী ১৯তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে এনার্জি সংকট স্বীকার করতে হবে। বিশ্ব রাজনৈতিক পরিস্থিতির কারণে জ্বালানি খাত এখন চ্যালেঞ্জের মুখে। তাই নবায়নযোগ্য শক্তির দিকে গুরুত্ব দিতে হবে, ব্যবসায় ফিক্সড কস্ট কমাতে ও মূল্য সংযোজন বাড়াতে হবে।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ শিগগিরই স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পথে রয়েছে। এজন্য ব্যবসায়ীদের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন। তিনি আশা প্রকাশ করেন, এই মেলা উদ্যোক্তাদের নতুন প্রযুক্তি ব্যবহারের সুযোগ করে দেবে।

অনুষ্ঠানে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজীজ রাসেল বলেন, দেশের টেক্সটাইল খাতে প্রায় ২২ বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে। তবে গ্যাস ও বিদ্যুতের দাম সংক্রান্ত অনিশ্চয়তা বিনিয়োগে বাধা সৃষ্টি করছে।

এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। নতুন প্রযুক্তির ব্যবহার পরিবেশবান্ধব হবে এবং উৎপাদনশীলতা বাড়াবে।

Nagad