এই গেইম কোত্থেকে চলতেছে আমরা ঠিকই বুঝি: হান্নান মাসউদ
বৈষম্যবিরোধী আন্দোলন ও সরকার পতন নিয়ে উত্তপ্ত দেশের রাজনীতি। এর মধ্যেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। পোস্টে তিনি লেখেন, ‘এই গেইম কোত্থেকে চলতেছে আমরা ঠিকই বুঝি। দোসরা আগস্ট যেখান থেকে গেইম খেলতে গিয়ে ডাউব্বা মারছেন, সেখান থেকেই নতুন গেইমের উত্থান!!! লাভ নাই…’


তার এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে। মাত্র তিন ঘণ্টায় ছয় হাজারের বেশি প্রতিক্রিয়া ও প্রায় ১,২০০টি মন্তব্য জমা পড়ে।