অগ্নিঝরা মার্চ শুরু: স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে নানা আয়োজন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫

সংগৃহীত ছবি

অগ্নিঝরা মার্চ শুরু হয়েছে আজ শনিবার (১ মার্চ)। বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে বাংলাদেশের মহান স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপন করবে জাতি। মাসজুড়ে চলবে সভা-সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন, যা মুখরিত করবে গোটা দেশ।

১৯৭১ সালের এ মাসেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার ঘোষণা আসে এবং বাঙালির মুক্তি সংগ্রাম চূড়ান্ত রূপ নেয়। বিশেষ করে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ এবং ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতা আন্দোলন নতুন গতি পায়।

২৫ মার্চের কালোরাতে পাকিস্তানি সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে বর্বর গণহত্যা চালায়। ঢাকার রাস্তায় নির্বিচারে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ছাত্র-শিক্ষকদের নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি বাহিনী। এই গণহত্যার মধ্য দিয়েই শুরু হয় মুক্তিযুদ্ধ।

১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভাজনের পর থেকেই পশ্চিম পাকিস্তানের বৈষম্যের শিকার হয় পূর্ব পাকিস্তানের বাঙালিরা। এরই প্রেক্ষিতে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ৬৬-এর ছয় দফা এবং ৬৯-এর গণঅভ্যুত্থান ছিল স্বাধীনতার পথকে মসৃণ করেছে। বিশেষ করে ৬৯-এর গণঅভ্যুত্থানের পর দেশ স্বাধিকার অর্জনের আন্দোলনের পথে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যায়।

অগ্নিঝরা মার্চ উপলক্ষে মাসের প্রথম দিন থেকেই শুরু হয়েছে বিভিন্ন কর্মসূচি। সরকারি-বেসরকারি উদ্যোগে চলছে সভা-সমাবেশ, র‍্যালি এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে উঠে আসছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশাত্মবোধ।

মহান স্বাধীনতার মাসে বাঙালি জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং স্বাধীনতা সংগ্রামের গৌরবময় অধ্যায়।

Nagad