সাবেক মেয়র সূচনার ৯টি ব্যাংক অ্যাকাউন্ট ও উত্তরার ফ্ল্যাট জব্দ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫

কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনা। সংগৃহীত ছবি

দুর্নীতি মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার ৯টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ ও রাজধানীর উত্তরায় জমিসহ একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৩ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহিম মিয়া এই আদেশ দেন।

দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর রেজাউল করিম রেজা আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, সূচনার ব্যাংক অ্যাকাউন্টগুলোতে ১ কোটি ৫৯ লাখ টাকার বেশি জমা আছে এবং উত্তরায় তার ফ্ল্যাটটি অবস্থিত। এছাড়া, তার বিরুদ্ধে ৩ কোটি ৪ লাখ ৫০ হাজার ৭৭০ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

দুদকের তদন্তে আরও জানা যায়, ১৬টি ব্যাংক হিসাবে ৪ কোটি ২২ লাখ ৫৮ হাজার ৭৫ হাজার ১৯৩ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। সূচনা এই অর্থ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছেন—এমন তথ্যের ভিত্তিতেই তার সম্পদ জব্দের আবেদন করা হয়।

এর আগে, গত বছরের ১১ নভেম্বর একই আদালত কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, তার স্ত্রী মেহেরুন্নেসা, মেয়ে তাহসীন বাহার সূচনা এবং ছেলে আইমন বাহারের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে।

২০২৪ সালের ৯ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র পদে বিজয়ী হন সূচনা। তবে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর ১৯ আগস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করা হলে তিনি পদচ্যুত হন। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন।

Nagad