আগামী সপ্তাহে জেদ্দায় যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫

ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে আগামী সপ্তাহে জেদ্দায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

সৌদি সরকারের এক বিবৃতিতে জানানো হয়, ইউক্রেনে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে রিয়াদে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হলেও সেখানে ইউক্রেনের কোনো প্রতিনিধি উপস্থিত ছিল না।

তবে এবারের বৈঠক নিয়ে আশাবাদী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি সরাসরি বৈঠকে অংশ নেবেন না, তবে সেই সময় সৌদি আরবে উপস্থিত থাকবেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল কাঠামোগত আলোচনার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধান খুঁজতে চায়।

সৌদি আরব গত তিন বছর ধরে কূটনৈতিক সমাধানের জন্য নানা আলোচনা আয়োজন করছে এবং ইউক্রেন সংকটের সমাধানে সংলাপ ও স্থিতিশীলতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ।

Nagad