পাকিস্তানের জন্য ভারতের আকাশসীমা বন্ধ, নিষেধাজ্ঞা কার্যকর ২৩ মে পর্যন্ত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, মে ১, ২০২৫

ভারতের আকাশসীমায় পাকিস্তানের কোনো বিমান প্রবেশ করতে পারবে না—এমন নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৩ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এরপর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে নিবন্ধিত কোনো সামরিক বা বেসামরিক বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।

এর ফলে পাকিস্তানের বিমানগুলোকে কুয়ালালামপুরসহ অন্যান্য গন্তব্যে যেতে হলে চীন হয়ে ঘুরে যেতে হচ্ছে, যা সময় ও জ্বালানি খরচ বাড়িয়ে দিচ্ছে।

অন্যদিকে, পাকিস্তানের অনুরূপ নিষেধাজ্ঞার কারণে ভারতীয় বিমানগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য বা যুক্তরাষ্ট্রে যেতে গিয়ে বিকল্প পথ অবলম্বন করতে বাধ্য হচ্ছে। এতে করে সপ্তাহে প্রায় ৬০০টি বিমানকে ঘুরে যেতে হচ্ছে, ফলে ভারতীয় বিমান সংস্থাগুলোর অতিরিক্ত ব্যয় হচ্ছে সপ্তাহে ৭৭ কোটি রুপি।