জামায়াত ক্ষমতায় এলে কর্মক্ষেত্রে নারীরা হবে আরও নিরাপদ: শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, তাদের দল ক্ষমতায় এলে নারীরা যোগ্যতা ও সম্মানের সঙ্গে কর্মক্ষেত্রে কাজ করতে পারবেন এবং অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি নিরাপদ থাকবেন।
বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীর পল্টন মোড়ে জামায়াতের অঙ্গসংগঠন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শফিকুর রহমান বলেন, “শ্রমিকরা বিভিন্নভাবে নির্যাতিত ও অধিকারবঞ্চিত। তাদের যথাযথ মূল্যায়ন হয় না। একই সঙ্গে চাঁদাবাজদের জুলুমেও পড়তে হয়। মালিক-শ্রমিক উভয় পক্ষের উচিত একে অপরের জন্য কাজ করা। পারস্পরিক ভালোবাসার ভিত্তিতে দেশ গড়তে হবে।”
তিনি আরও বলেন, ‘অনেক ফ্যাক্টরিতে শ্রমিকদের এত কম বেতন দেওয়া হয়, যা দিয়ে দিন চলে না। ফলে বাধ্য হয়ে ওভারটাইম করতে হয়। এই অমানবিক জীবনের অবসান ঘটাতে হবে।’
নারী কর্মীদের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘পুরুষদের জন্য নামাজসহ নানা সুবিধা থাকলেও নারীদের জন্য তা সীমিত। এটা বৈষম্যমূলক। সমাজে সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।’
সমাবেশে শ্রমিক নেতারা দাবি করেন, গত ১৫ বছরে অনেক শ্রমিককে অন্যায়ভাবে হয়রানি ও জেলে পাঠানো হয়েছে। তারা এর সুষ্ঠু বিচার এবং শ্রমিকবান্ধব আইন ও স্বাস্থ্য নিরাপত্তা বীমা চালুর দাবি জানান।