পাকিস্তানে ভারতের হামলা, মাঝপথে ফিরে গেল বাংলাদেশগামী দুটি ফ্লাইট
পাকিস্তানের আজাদ কাশ্মিরে ভারতের মিসাইল হামলার প্রেক্ষিতে দেশটির আকাশসীমা অনিরাপদ হয়ে পড়ায় বাংলাদেশগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইট মাঝপথে গন্তব্য বদল করে ফিরে গেছে।
মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে আজাদ কাশ্মিরে ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানে অন্তত নয়টি স্থাপনায় হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ হামলার কারণে আন্তর্জাতিক রুটে বড় ধরনের বিঘ্ন দেখা দেয়।


ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানায়, তুরস্কের ইস্তাম্বুল থেকে ঢাকাগামী তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট TK-712 মাঝপথে ওমানের মাসকট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একইভাবে কুয়েত সিটি থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের ফ্লাইট J9-9533 প্রায় দেড় ঘণ্টা আকাশে থাকার পর নিরাপত্তার কারণ দেখিয়ে কুয়েতে ফিরে যায়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে যাওয়া ফ্লাইটগুলো সাধারণত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে। তবে বর্তমান পরিস্থিতিতে বিকল্প রুট ব্যবহারের মাধ্যমে গন্তব্যে পৌঁছানো হচ্ছে। এখন পর্যন্ত এসব ফ্লাইটে বড় কোনো বিঘ্ন ঘটেনি।
উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মির অঞ্চলে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে, যা আঞ্চলিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।