পাকিস্তানের পাল্টা জবাবে জম্মু ও কাশ্মিরে ৩ জন নিহত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:১৪ পূর্বাহ্ণ, মে ৭, ২০২৫

পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের জম্মু ও কাশ্মিরে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বুধবার (৭ মে) সকালে দেশটির প্রতিরক্ষা সূত্রের বরাতে তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।

প্রতিবেদনে জানানো হয়, পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের প্রতিশোধমূলক সামরিক অভিযান ‘অপারেশন সিন্দুর’ শুরু করে ভারত। এর কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা (এলওসি) ও আন্তর্জাতিক সীমান্তে নির্বিচারে গুলিবর্ষণ করে। এতে প্রাণ হারান তিন বেসামরিক নাগরিক।

ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, হামলার পরপরই তাদের পক্ষ থেকেও জবাব দেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে এখনো ভারী গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।

অপরদিকে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মিরে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হন। নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হামলার বিষয়টি নিশ্চিত করেন।

Nagad