আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের ডেথ রেফারেন্স হাইকোর্টে
মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স নথি হাইকোর্টে পৌঁছেছে। মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলার যাবতীয় নথিপত্র বুধবার (২১ মে) হাইকোর্টে পাঠানো হয়।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, কোনো বিচারিক আদালত মৃত্যুদণ্ডাদেশ দিলে সেটির অনুমোদনের জন্য মামলার সম্পূর্ণ কার্যক্রম উচ্চ আদালতে পাঠাতে হয়। সেইসঙ্গে আসামি উচ্চ আদালতে আপিলের সুযোগ পান।
গত ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান হিটু শেখকে (৪৭) মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেন। মামলার বাকি তিন আসামি খালাস পান। তারা হলেন—নিহত শিশুর বোনের স্বামী সজীব শেখ (১৯), তার ছোট ভাই (১৭) এবং মা জাহেদা বেগম (৪০)।
ঘটনাটি ঘটে ৫ মার্চ রাতে, মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায়। রমজানের ছুটিতে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণের শিকার হয়। বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পর হত্যা করার চেষ্টা করেন। গুরুতর অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ মামলার তদন্ত শেষে ১৩ এপ্রিল অভিযোগপত্র দাখিল করে। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয় এবং মাত্র ১৩ কার্যদিবসে বিচারিক কার্যক্রম শেষ হয়।
মোট ২৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ৭ মে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ১৩ মে যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক রায়ের জন্য ১৭ মে তারিখ নির্ধারণ করেন।