রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, মে ২২, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বংশালে শেখ মেহেদী হাসান জুনায়েদ হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন।

এর আগে, ১৪ মে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল ও জামিন চান। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন, যা কার্যকর হয় ২০ মে থেকে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে শেখ মেহেদী হাসান জুনায়েদ একটি মিছিলে অংশ নেন। ওই দিন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এলাকায় ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায় আসামিরা। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন জুনায়েদ। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার এক মাস পর, ৫ সেপ্টেম্বর বংশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় ১ অক্টোবর জাহাঙ্গীর আলম গ্রেপ্তার হন। তখন থেকেই তিনি কারাগারে ছিলেন।

Nagad