মগবাজারে দিনদুপুরে যুবককে চাপাতির কোপ, ছিনতাইয়ের ভিডিও ভাইরাল
রাজধানীর মগবাজারে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে এক যুবকের ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ মে) বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাটি ঘটে। এর সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ফুটেজে দেখা যায়, ফাঁকা একটি গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক যুবক। হঠাৎ একটি সাদা মোটরসাইকেলে থাকা তিন যুবকের মধ্যে দুইজন তার পথরোধ করে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা চাপাতি দিয়ে উপর্যুপরি কোপ মারে। এক পর্যায়ে ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালাতে গেলে ভুক্তভোগী সামনের চাকা ধরে ফেলেন। তখনই তাকে আরও কয়েকবার কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।


রোববার (২৫ মে) রাতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, “ভিডিওটি আমরা দেখেছি। এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। তবুও ভুক্তভোগী ও অভিযুক্তদের শনাক্তে কাজ চলছে। খুব শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে।”