নির্বাচনের সময়সীমা ৩০ জুন পেরোবে না: প্রেস সচিব
নির্বাচন আগামী বছরের ৩০ জুনের পরে যাবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, প্রধান উপদেষ্টা আবারও পরিষ্কারভাবে জানিয়েছেন—নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে হবে। এটি ২০২৬ সালের ৩০ জুনের পরে যাবে না।
রোববার (২৫ মে) রাতে যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।


তিনি আরও জানান, বৈঠকে বিভিন্ন দলের নেতারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন ও আস্থা প্রকাশ করেছেন। শফিকুল আলম বলেন, ‘আমরা যে সংস্কার কার্যক্রম শুরু করেছি, বিচারকাজ শুরু হয়েছে, নির্বাচনী প্রস্তুতি এগোচ্ছে—এসব উদ্যোগে রাজনৈতিক নেতারা সমর্থন জানিয়েছেন।’
নির্বাচন ও সংস্কার নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, নেতারা সন্তোষ প্রকাশ করেছেন। সবাই চাইছেন, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে চলমান সংকটের একটি স্থায়ী সমাধান হোক।
এর আগে শনিবার রাতে দেশের চলমান পরিস্থিতি নিয়ে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে প্রথমে বিএনপি, এরপর জামায়াতে ইসলামী এবং সবশেষ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল বৈঠক করেন।
বৈঠক শেষে বর্তমান সরকার প্রধানের কাছে কোন দল কী দাবি এবং প্রস্তাব করেছেন, সাংবাদিক সম্মেলনে সেসব তুলে ধরেন দলগুলোর প্রতিনিধিরা।