শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেপ্তার
কুষ্টিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তি দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন বলে নিশ্চিত হওয়া গেছে। তার সঙ্গে আরেক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সকালে কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকায় টানা তিন ঘণ্টার এক শ্বাসরুদ্ধকর অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। একটি দায়িত্বশীল সরকারি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।


জানা গেছে, ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত কালীশংকরপুর এলাকার সোনার বাংলা মসজিদের পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে সুব্রত বাইনকে গ্রেপ্তার করা হয়। নব্বইয়ের দশকে ঢাকার অপরাধ জগতে সুব্রত বাইন ছিলেন এক আলোচিত নাম। দরপত্র নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে তার বিরুদ্ধে অসংখ্য খুন-জখমের অভিযোগ রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, নব্বইয়ের দশকে মগবাজারের বিশাল সেন্টার ঘিরেই সুব্রত বাইনের উত্থান ঘটে। সেখানে ‘চাংপাই’ নামে একটি রেস্টুরেন্টের কর্মচারী হিসেবে কর্মজীবন শুরু করলেও পরে তিনি অপরাধ জগতে জড়িয়ে পড়েন। বিশাল সেন্টার হয়ে ওঠে তার অপরাধ কর্মকাণ্ডের নিয়ন্ত্রণকেন্দ্র। এজন্য তাকে অনেকে ‘বিশালের সুব্রত’ নামেও চেনেন।
অভিযানে আরও যারা গ্রেপ্তার হয়েছেন, তাদের পরিচয় ও অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র বা আলামত সম্পর্কে বিস্তারিত জানাতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ের প্রস্তুতি চলছে।