পাকিস্তানে আত্মঘাতী হামলায় পুলিশসহ নিহত ৩, আহত ৩০

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২২

ছবি- সংগৃহীত

পাকিস্তানে টহল পুলিশের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ তিন জন নিহত হয়েছেন। এই হামলায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

বুধবার (৩০ নভেম্বর) দেশটির বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার বালেলি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডন’-এর এক প্রতিবেদনে এইসব খবর জানানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা আব্দুল হক রয়টার্সকে বলেন, “পুলিশের টহল দলকে লক্ষ্য করে একটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে ৩০ জনেরও বেশি আহত হয়েছে। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।” পুলিশের টহল দলটি পোলিও টিকার টিমকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার সময় হামলাটি চালানো হয় বলে জানিয়েছেন তিনি।

আহতদের কোয়েটার সরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাস্থলে কোয়েটার পুলিশের সহকারী মহাপরিদর্শক গুলাম আজফার মাহেসার গণমাধ্যমকে বলেন, “পুলিশের একটি ট্রাকের কাছে বিস্ফোরণটি ঘটানো হয়। বিস্ফোরণের ধাক্কায় ট্রাকটি উল্টে পাশের একটি খানায় পড়ে যায়।” তিনি জানান, এই ঘটনায় তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, পুলিশ একটি ট্রাক, একটি সুজুকি মেহরান ও একটি টয়োটা করোলা।

বিস্ফোরণস্থলের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে হামলায় প্রায় ২৫ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, এমন ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Nagad

এদিকে, এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান হিসেবে পরিচিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। রয়টার্সের কাছে পাঠানো এক ক্ষুদে বার্তায় হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি পাকিস্তান সরকারের সাথে থাকা একটি অস্ত্রবিরতি চুক্তি চলতি সপ্তাহে শেষ করার পর এই আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটলো।

সারাদিন/৩০ নভেম্বর/এমবি