আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
প্রথমবার ট্রান্সজেন্ডার নারী হলেন ‘মিস পর্তুগাল’
প্রথমবারের মতো মিস ইউনিভার্স পর্তুগাল খেতাব জিতলেন ট্রান্সজেন্ডার এক নারী। তিনি এল সালভাদরে মিস ইউনিভার্স প্রতিযোগিতার বৈশ্বিক পর্বে পর্তুগালের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন।ট্রান্সজেন্ডার ওই নারীর নাম মারিনা মাশেটি। গত বৃহস্পতিবার পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় ইভোরার বোরবাতে মিস ইউনিভার্স পর্তুগালের চূড়ান্ত পর্বে প্রথম হন তিনি। ২৮ বছর বয়সী মারিনা পেশায় বিমানবালা। এল সালভাদরে মিস ইউনিভার্স প্রতিযোগিতার বৈশ্বিক পর্বে আরেক ট্রান্সজেন্ডার নারীও অংশ নেবেন। তিনি নেদারল্যান্ডসের রিকি কোলে (২২)। গত জুলাই মাসে তিনি মিস নেদারল্যান্ডস নির্বাচিত হয়েছেন।মিস পর্তুগাল খেতাব জেতার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মারিনা লিখেছিলেন, ‘প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসেবে “মিস ইউনিভার্স পর্তুগাল”খেতাবটি অর্জন করতে পারলে গর্ব বোধ করব। অনেক বছর আমি এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাইনি। আজ এ প্রতিযোগিতার ফাইনালে অসাধারণ প্রতিযোগীদের সঙ্গে অংশ নিতে পেরে গর্ব বোধ করছি।’ সূত্র: প্রথম আলো


ভ্লাদিমির পুতিনের দাবি
পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে রাশিয়া
নতুন একটি শক্তিশালী কৌশলগত ক্রুজ পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার দাবি করেছে রাশিয়া। গত বৃহস্পতিবার বিশ্লেষক ও সাংবাদিকদের এক বার্ষিক জমায়েতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে এই দাবি করেন। পুতিন এ-ও বলেছেন, তাঁর দেশে পারমাণবিক হামলা চালানো হলে শত শত ক্ষেপণাস্ত্র ছোড়া হবে। রুশ প্রেসিডেন্ট বলেন, প্রথমবারের মতো পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র বুরেভেস্তনিকের সফল পরীক্ষা চালিয়েছে তাঁর দেশ। সূত্র: কালের কণ্ঠ
মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় ১৮ অভিবাসনপ্রত্যাশী নিহত
মেক্সিকোর ওয়াক্সাকায় একটি বাস খাদে পড়ে অন্তত ১৮ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন। হতাহতদের সবাই ভেনেজুয়েলা ও হাইতি থেকে আসা লোকজন। ওয়াক্সাকা প্রদেশের পাবলিক প্রসিকিউটরের কার্যালয় থেকে প্রথম দিকে জানানো হয়েছিল, মৃতের সংখ্যা ১৮ জন; পরে অবশ্য তা সংশোধন করা হয়েছে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।জানা যায়, ওয়াক্সাকা থেকে মেক্সিকোর পুয়েব্লা প্রদেশে যাওয়ার পথে রাস্তার একটি বাঁকের মাথায় ছিটকে পড়ে বাসটি। সূত্র: সমকাল
মার্কিন রফতানি নিয়ন্ত্রণ তালিকায় চীনের ৪২ কোম্পানি
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিধিনিষেধের আওতায় এল চীনের আরো ৪২টি কোম্পানি। রাশিয়াকে সামরিক সহায়তার অভিযোগে এ কোম্পানিগুলোকে রফতানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে মার্কিন বাণিজ্য বিভাগ। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।ইউক্রেনে হামলায় মস্কোর ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির জন্য মার্কিন মাইক্রোইলেক্ট্রনিক্স উপাদান সরবরাহ করার অভিযোগে গতকাল শুক্রবার (৬ অক্টোবর) চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে এ সিদ্ধান্ত জানানো হয়। যুক্তরাজ্যসহ ফিনল্যান্ড, জার্মান, ভারত, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের সাতটি কোম্পানিও মার্কিন রফতানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত হয়েছে।মার্কিন রফতানি নিয়ন্ত্রণ বিভাগের সহকারী সচিব ম্যাথিউ অ্যাক্সেলরড তার এক বিবৃতিতে জানান, নতুন এ কালো তালিকাভুক্তি একটি সতর্ক বার্তা। কোনো চীনা কোম্পানি যদি উৎস-দেশ যুক্তরাষ্ট্র এমন প্রযুক্তি রাশিয়াকে সরবরাহ করে তাহলে আমরা অবশ্যই খুঁজে বের করব এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। সূত্র: বণিক বার্তা্
সোচি আলোচনায় পুতিন
একজন শত্রুও বাঁচবে না
চুক্তি ভঙ্গ করে আবারও পারমাণবিক অস্ত্র তৈরির হুমকি * পশ্চিমা সহায়তা বন্ধ হলে ‘এক সপ্তাহও’ টিকবে না ইউক্রেন * রাশিয়ার মিশন ছিল ‘নতুন বিশ্ব’ তৈরি করা * রাশিয়া ও ভারতের মধ্যে বিভক্তি সৃষ্টির চেষ্টা অর্থহীন
ইউক্রেনে গত বছর হামলার পর থেকেই রাশিয়া বারবার নিজেদের পারমাণবিক সক্ষমতার কথা বিশ্বকে জানিয়েছে। বৃহস্পতিবার আবারও বিশ্বকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছেন, ‘বুদ্ধিমানরা রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। আর এ ধরনের হামলা হলে আমরা এমনভাবে আকাশে শত শত ক্ষেপণাস্ত্র ছুড়ব যে একজন শত্রুও বাঁচার সুযোগ পাবে না।’ সোচি শহরে রাশিয়ার থিংকট্যাংক ভলদাই ডিসকাশন ক্লাবের এক আলোচনা সভায় পুতিন হুঁশিয়ারি দেন।এ সময় তিনি রাশিয়া সফলভাবে একটি পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে বলেও জানান। পুতিন বলেন, পারমাণবিক সক্ষমতাসম্পন্ন বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তার দেশ। এ ক্ষেপণাস্ত্র অনেক মাইল পথ পাড়ি দিতে পারে। পুতিন আরও বলেন, রাশিয়ার সারমাত আন্তঃদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরির কাজ প্রায় শেষ। এটিও রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র। সূত্র: যুগান্তর
জলবায়ু পরিবর্তনে বাড়িহারা কোটি কোটি শিশু
ইউনিসেফের প্রতিবেদন
জলবায়ু পরিবর্তনের কারণে প্রচ- প্রভাব পড়েছে প্রকৃতিতে। সৃষ্টি হচ্ছে বন্যা, খরা, ঝড় ও দাবানল। এর প্রভাবে বিশ্বব্যাপী পাঁচ বছরে ৪ কোটি ৩১ লাখ শিশু বাস্তুচ্যুত হয়েছে। এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি মনোযোগ না দেওয়ার অভিযোগও তুলেছে সংস্থাটি। সংস্থাটি বলছে, চার ধরনের ক্রমবর্ধমান জলবায়ু বিপর্যয় (বন্যা, ঝড়, খরা ও দাবানল) ৪৪টি দেশে এসব শিশু বাস্তুচ্যুত হয়েছে। এ বাস্তুচ্যুতির ৯৫ শতাংশ বন্যা ও ঝড়ের কারণে হয়েছে। এ গবেষণা কাজে যুক্ত ছিলেন লরা হিলি। তিনি এএফপিকে বলেন, এ ধরনের ঘটনার সামান্য চিত্রই উঠে এসেছে। প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। তিনি আরও বলেন, এটি প্রতিদিন প্রায় ২০ হাজার শিশু বাস্তুচ্যুত হওয়ার সমান। ইউনিসেফের এবারের প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাস্তুচ্যুত হওয়া শিশুদের বিভিন্ন করুণ কাহিনিও তুলে ধরা হয়েছে। এসব শিশুর একজন হলো সুদানের খালিদ আবদুল আজিম। খালিদ বলেছে, ‘আমরা কয়েক সপ্তাহ ধরে সড়কে বসবাস করছি। সেখানেই আমাদের সব জিনিসপত্র সরিয়ে নিতে হয়েছে।’ ভয়াবহ বন্যার পর তার গ্রামে বর্তমানে শুধু নৌকায় যাওয়া-আসা করা যায় বলেও জানায় খালিদ। সাধারণত জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের পরিসংখ্যাগুলোতে ক্ষতিগ্রস্তদের বয়স প্রকাশ করা হয় না। আলাদা করে শিশুদের সংখ্যা গণনা করতে ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টারের সঙ্গে কাজ করেছে ইউনিসেফ। চীন, ভারত ও ফিলিপাইনের মতো দেশে সবচেয়ে বেশি মানুষ বাস্তুচ্যুত (ছয় বছরে প্রায় ২ কোটি ৩০ লাখ) হয়েছে। সূত্র: বিডি প্রতিদিন
১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জাতিসংঘে
তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশে ১৯৭১ সালে পাকিস্তানের সেনাবাহিনী যে হত্যাকাণ্ড চালিয়েছে সেটিকে গণহত্যার স্বীকৃতি দিতে দাবি জানিয়েছেন মানবাধিকার সংগঠন ও অধিকারকর্মীরা। সুইজারল্যান্ডের জেনেভায় চলমান জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫৪ তম অধিবেশনস্থলে এই দাবিতে পৃথক একটি অনুষ্ঠানের আয়োজন করে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স (জিএইচআরডি)। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এত প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি ও গণহত্যা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই সংক্ষেপে বাংলাদেশে ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর বর্বরতার কথা তুলে ধরা হয়। সূত্র: আজকের পত্রিকা।
বিকল হয়ে ভাসতে থাকা নৌকা থেকে ২৬২ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
আটলান্টিক মহাসাগরে বিকল হয়ে ভাসতে থাকা নৌকা থেকে ২৬২ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে স্পেনের কোস্ট গার্ড।স্থানীয় সময় শুক্রবার (০৬ অক্টোবর) ভোরের দিকে ৩টি নৌকা থেকে এই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করা হয়। উদ্ধার এই অভিবাসনপ্রত্যাশীদের সবাই আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের বাসিন্দা। উত্তর আফ্রিকার দেশ মরক্কোর উপকূল থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশে রওনা হয়েছিলেন তার। কয়েক বছর ধরে ইতালি ও স্পেনে যেতে উত্তর আফ্রিকার দেশ লিবিয়া, তিউনিসিয়া ও মরক্কোর উপকূল থেকে ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছেন অভিবাসনপ্রত্যাশীরা। প্রতিবছরই সংখ্যাটি বাড়ছে। এই প্রত্যাশীদের সবাই আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দরিদ্র দেশের বাসিন্দা।এল হিয়েরো দ্বীপের প্রশাসন জানিয়েছে, তারা অভিবাসনপ্রত্যাশীদের চাপে বিপর্যস্ত। দ্বীপটির মোট বাসিন্দা মাত্র ১১ হাজার। কিন্তু সেখানে আশ্রিত অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা অনেক আগেই দ্বীপটির বাসিন্দাদের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। গত ছয় দিনে বারশরও বেশি অভিবাসনপ্রত্যাশী এই দ্বীপে আশ্রয় নিয়েছে। সূত্র: দেশ রুপান্তর
বিভিন্ন দেশ থেকে আসা অবৈধ সম্পদের বিরুদ্ধে সিঙ্গাপুর ‘কঠোর’ হচ্ছে কেন?
সিঙ্গাপুর দেশটির সবচেয়ে বড় অর্থপাচারের ঘটনায় প্রায় দুই বিলিয়ন ডলার মূল্যের সম্পদ জব্দ করেছে বলে সম্প্রতি ঘোষণা দিয়েছে। একই সাথে ইঙ্গিত দিয়েছে, অবৈধ অর্থের প্রবাহ রোধ করতে এ ঘটনার পর অভিবাসন বিষয়ক নিয়মনীতি আরো কঠোর করা হতে পারে।
গত মঙ্গলবার দেশটির পার্লামেন্টে এক বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেকেন্ড মিনিস্টার জোসেফিন টেও জব্দকৃত সম্পদের এই পরিমাণের কথা উল্লেখ করেন।তিনি বলেন, এই তদন্ত চলমান থাকবে এবং একই সাথে অভিবাসন বিষয়ক যাচাই-বাছাই প্রক্রিয়া আরো কিভাবে কঠোর করা যায় তা মূল্যায়ন করে দেখবে।তিনি বলেন, “সিঙ্গাপুর অর্থপাচারের ঘটনা খুব গুরুত্বপূর্ণভাবে দেখছে। অর্থপাচারের বিষয়ে এবারই আমরা প্রথম কোন আইনি ব্যবস্থা নিচ্ছি তা নয়। আর এটা শেষ ঘটনাও হবে না।” সূত্র: বিবিসি বাংলা।
সিকিমে এমন আকস্মিক বন্যা কীভাবে
প্রচণ্ড বৃষ্টিতে সিকিমের উঁচু অংশের লোনাক লেক উপচে পানির ঢল তিস্তাকে প্লাবিত করে ধ্বংসলীলা তৈরি করে।
প্রবল বৃষ্টিপাতের কারণে সিকিমের তুষার লেক লোনাক উপচে হড়কা বানে সৃষ্ট বন্যায় ভারতে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন ১০৩ জন।তীব্র বৃষ্টিতে সৃষ্ট বন্যার চেয়ে হিমবাহ রয়েছে বা তুষারপাত হয় এমন লেক উপচে সৃষ্ট বন্যার ভয়াবহতা অনেক বেশি। বুধবার উত্তর সিকিমের সেটিই ঘটেছে।রাত ১টার দিকে সিকিমের উত্তর-পশ্চিমের উঁচু অংশে অবস্থিত লোনাক লেকের পাড় উপচে পানির ঢল নামতে শুরু করে। তার আগে সিকিমের ওই অঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাত হয়। এরপর জলস্রোত তিস্তাকে প্লাবিত করে ধ্বংসাত্মক পরিস্থিতি ডেকে আনে। এনডিটিভি জানিয়েছে, লেকটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৭ হাজার ফুট উপরে অবস্থিত। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, লোনাকের প্রায় ৬৫ শতাংশ পানি নিষ্কাশন হয়ে প্রবাহিত হয়েছে তিস্তা নদী দিয়ে। নিচু অংশ প্লাবিত করে এটি ভয়ানক পরিস্থিতি তৈরি করেছে। সূত্র: বিডি নিউজ