আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় আসা অর্ধেকে নেমেছে
সবচেয়ে বেশি প্রবাসী আয় বা রেমিট্যান্স আসে এমন ১০টি উৎস দেশের মধ্যে ৭টি থেকেই আয় কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে যুক্তরাষ্ট্র থেকে। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়ের উৎস যুক্তরাষ্ট্র থেকে আয় আসা প্রায় অর্ধেকে নেমেছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রবাসী আয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া গেছে।রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশে দেড় বছর ধরে ডলার-সংকট চলছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়েছে। ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় আসা কমে যাওয়ায় সেই চাপ আরও বাড়ছে। চলতি অর্থবছরে প্রথম তিন মাসে প্রবাসী আয় এসেছে ৪৯১ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৩৪ শতাংশ কম। সূত্র: প্রথম আলো


অসময়ে বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগ
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের মধ্যাঞ্চলে ভারি বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকালে শুরু হওয়া টানা বৃষ্টিতে ময়মনসিংহ, কিশোরগঞ্জসহ আশপাশের জেলার রাস্তাঘাট তলিয়ে যায়। বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে। সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। অসময়ে বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগগতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও যাতায়াতসহ দৈনন্দিন কাজকর্মে মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। গতকাল কিশোরগঞ্জ-ময়মনসিংহ রেললাইন তলিয়ে যায়। কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত হয়। ঢাকার সাভারসহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। সূত্র: কালের কণ্ঠ
বিমানবন্দরে বিশ্বমানের সেবা
বর্ণিল সাজে সেজেছে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। যাত্রীদের জন্য উন্নত সেবা ও আধুনিক অবকাঠামো নিয়ে প্রস্তুত দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। আধুনিক এ অবকাঠামোটির শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে যাত্রীরা এর উপকার ভোগ করতে পারবেন ২০২৪ সালের শেষ দিকে। এটি চালু হলে আকাশপথে যোগাযোগ উন্নত হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান জানান, নির্ধারিত সময়ের আগেই আজ এর সফট ওপেনিং বা আংশিক উদ্বোধন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন। এ উপলক্ষে বিমানবন্দরে নিরাপত্তাসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।টার্মিনালটি উদ্বোধনের পর আজ এ এলাকায় একটি জনসভা হওয়ার কথা ছিল। তবে বিরূপ আবহাওয়ার কারণে জনসভাটি পিছিয়ে ১৪ অক্টোবর একই স্থানে অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। সূত্র: সমকাল
রিজার্ভ পতনে বিপর্যয়ের মাস সেপ্টেম্বর
চলতি বছরের সেপ্টেম্বরে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ২ বিলিয়ন ডলারের বেশি। শুধু গত মাসেই রিজার্ভের ক্ষয় হয়েছে ৮ দশমিক ৭৫ শতাংশ। মাত্র এক মাসে রিজার্ভের এত বড় ক্ষয় এর আগে দেখা যায়নি। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী (বিপিএম৬) রিজার্ভের পরিমাণ এখন ২১ বিলিয়ন ডলারে নেমেছে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবে বাংলাদেশের নিট রিজার্ভ এখন ১৭ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ ছিল ২০২১ সালের আগস্টে। কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাবায়ন পদ্ধতি অনুযায়ী, ওই সময় রিজার্ভের পরিমাণ ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত হয়। এর পর থেকেই রিজার্ভের ক্ষয় শুরু হয়। গত দুই বছরে প্রতি মাসে গড়ে এক বিলিয়ন ডলার করে রিজার্ভ কমেছে। কিন্তু সেপ্টেম্বরে এসে রিজার্ভের ক্ষয় এক ধাক্কায় দুই বিলিয়ন ডলারে গিয়ে ঠেকেছে।বিশেষজ্ঞরা বলছেন, মাত্র এক মাসের ব্যবধানে রিজার্ভ থেকে ২ বিলিয়ন ডলার কমে যাওয়া মোটেও ভালো লক্ষণ নয়। ডিসেম্বরে গিয়ে রিজার্ভের পরিমাণ কোথায় দাঁড়াবে, সেটিই এখন ভাবনার বিষয়। শর্ত পূরণে ব্যর্থতার কারণে আইএমএফের প্রতিশ্রুত ঋণের দ্বিতীয় কিস্তি স্থগিত করে দেয়ার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে দেশের রিজার্ভ বিপর্যয় আরো তীব্র হবে। তখন দেশের ব্যাংক খাত আমদানি দায় ও বিদেশী ঋণের কিস্তি পরিশোধের সক্ষমতাও হারাতে পারে। সূত্র: বণিক বার্তা
সরকার পতনের একদফা দাবি
বিএনপির মূল টার্গেট ঢাকা
১৮ অক্টোবর জনসমাবেশ থেকে আলটিমেটাম, দাবি না মানলে ঢাকাকেন্দ্রিক কঠোর কর্মসূচি
সরকার পতনের একদফা দাবি আদায়ে ঢাকাকে ঘিরেই চূড়ান্ত পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি। সারা দেশে নানা কর্মসূচি শেষে রাজধানীকে আন্দোলনের কেন্দ্রে পরিণত করতে চায় দলটি। এজন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। দ্বিতীয় ধাপের টানা কর্মসূচির শেষ দিনে ১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশ থেকে দাবি মেনে নিতে সরকারকে আলটিমেটাম দেওয়া হতে পারে। সেটি বাস্তবায়ন না হলে ঢাকাকেন্দ্রিক কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।ঢাকা মহানগরকে সহযোগিতা করতে আশপাশের জেলাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এজন্য এসব জেলাকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে নানা পদক্ষেপ নিয়েছে দলটির হাইকমান্ড। ইতোমধ্যে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার পূর্ণাঙ্গ কমিটি দ্রুত সময়ের মধ্যে গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এ তিন জেলাসহ মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটের পূর্ণাঙ্গ কমিটিও দেওয়ার বিষয়ে নির্দেশনা রয়েছে। এছাড়া এসব জেলায় দ্বন্দ্ব-গ্রুপিং থাকলেও তা ইতোমধ্যে মেটানো হয়েছে। সম্প্রতি রাজধানীর প্রবেশপথে সমাবেশ কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে তারা অংশ নিয়েছেন বলে দলটির পর্যবেক্ষণে উঠে এসেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। শেষ ধাপের সব কর্মসূচি ঢাকাকেন্দ্রিক হবে বলে ইঙ্গিত দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার চট্টগ্রাম অভিমুখে রোডমার্চের সমাপনী সমাবেশে আগামী ১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশসহ নতুন কর্মসূচি ঘোষণা করে তিনি বলেছেন, ‘এর মধ্যে সরকার পদত্যাগ না -সূত্র; যুগান্তর
খুলছে বিমানযাত্রার নতুন দিগন্ত
শাহজালাল বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনালের উদ্বোধন আজ
বাংলাদেশের স্থাপত্যশিল্পের এক অনন্য স্থাপনা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের শুভ উদ্বোধন আজ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় বর্তমান সরকারের আরেক উন্নয়ন মাইলফলক থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধন করবেন। আর এ উদ্বোধনের মধ্য দিয়ে খুলে যাবে বিমানযাত্রার এক নতুন দিগন্ত। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টার্মিনালের ভিতরেই তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। আজকের এ অনুষ্ঠানে ১ হাজার ২০০ অতিথি উপস্থিত থাকছেন। উদ্বোধনের অংশ হিসেবে গত তিন দিনের সর্বশেষ মহড়ায় এ টার্মিনাল থেকে তিনটি ফ্লাইট পরীক্ষামূলক চালু করা হয়েছে। বিমানের ফ্লাইট দিয়েই মহড়া হয়। আজও বিমানের একটি ফ্লাইট থার্ড টার্মিনাল হয়ে আকাশে উড়াল দেবে। সংশ্লিষ্টরা বলছেন, থার্ড টার্মিনাল উদ্বোধনের মধ্য দিয়ে মনোমুগ্ধকর নির্মাণশৈলীতে আকাশপথের যাত্রী ও বিভিন্ন দেশের এয়ারলাইনসকে তাক লাগাতে চায় বাংলাদেশ। সূত্র: বিডি প্রতিদিন।
‘খালি কোপায় চাপাতি ফাহিম’, এবার অস্ত্রসহ গ্রেপ্তার
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় চাঁদা না পেয়ে এক মিষ্টি ব্যবসায়ীকে কোপানোর অভিযোগে অস্ত্র ও চাপাতিসহ এক চিহ্নিত চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম ফাহিম আহম্মেদ প্রকাশ ওরফে চাপাতি ফাহিম (২৬)। গতকাল শুক্রবার সন্ধ্যায় মিরপুর মডেল থানার শেওড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। মোহাম্মদ মহসীন বলেন, ‘মিরপুর এলাকার চিহ্নিত চাঁদাবাজ ফাহিম। কিছুদিন আগেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়। কারাগার থেকে জামিনে বেড়িয়ে আবারও চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে। এই অভিযোগে থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে ছুরিকাহত করে ফাহিম। তাঁর কাছ থেকে একটি চাপাতি ও একটি রিভালবার উদ্ধার করা হয়েছে। ওসি আরও বলেন, ‘বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেয়। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই তাকে চাপাতি দিয়ে কোপায়। আবার তাঁর বিরুদ্ধে অভিযোগ করলেও কোপায়। চাঁদাবাজি করার সময় হাতে চাপাতি নিয়ে ঘুরে বলে সে চাপাতি ফাহিম নামেই পরিচিত।’ সূত্র: আজকের পত্রিকা।
বেশি বললে সব বন্ধ করে দেব
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন বিষয়ে সরকারের সমালোচকদের কড়া ভাষায় জবাব দিয়েছেন। রিজার্ভ ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে বলেছেন, ‘আমাকে বেশি কথা বললে, সব বন্ধ করে দিয়ে বসে থাকব।’
নির্বাচন নিয়ে বিরোধীদের আন্দোলনের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমাকে অবাধ, নিরপেক্ষ নির্বাচন শেখাতে হবে না। আওয়ামী লীগের নেতৃত্বেই ভোট ও ভাতের অধিকার রক্ষার আন্দোলন হয়েছিল।’গতকাল শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যান সরকারপ্রধান শেখ হাসিনা। সেখান থেকে যুক্তরাজ্য হয়ে গত ৪ অক্টোবর দেশে ফেরেন তিনি। শেখ হাসিনা বলেন, ‘২০০৯ সালে যখন ক্ষমতা গ্রহণ করি, তার আগে তো অনেক আঁতেলই ক্ষমতায় ছিল, জ্ঞানীগুণীরা ছিল, তখন রিজার্ভ কত ছিল? এক বিলিয়নও ছিল না। জিরো পয়েন্ট ৭৭ মিলিয়ন ছিল। এখন যদি বলেন রিজার্ভ রক্ষা করতে হবে, তাহলে বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিই? পানি দেওয়া, সার দেওয়া বন্ধ করে দিই? সব বন্ধ করে বসিয়ে রাখি। তাহলে আমার রিজার্ভ ভালো থাকবে। রিজার্ভ বেশি রাখা আমার বেশি প্রয়োজন, নাকি দেশের মানুষের কমফোর্ট। মানুষের ভালো-মন্দ কাজ করা। কোনটা বেশি প্রয়োজন?’ রিজার্ভ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘নির্বাচনের পরে, যদি আসতে পারি আবার করব। সব গোছায়ে গাছায় দেওয়ার পর এখন ইলেকশনের কথা, ভোটের কথা, অর্থনীতির কথা। পাকা পাকা কথা শুনতে হয়। আমি তো শুনতে রাজি না। আমি আজকের না, ৭৭ বছর বয়স। ১৫-১৬ বছর বয়স থেকে মিছিল করি। এই পর্যন্ত চালিয়ে যাচ্ছি। তাহলে আমার রাজনীতির বয়স কত?’ সূত্র: দেশ রুপান্তর
পারমাণবিক জ্বালানি আসলেও রূপপুর কেন্দ্র চালু হতে দেরি হবে কেন?
রাশিয়ার কাছ থেকে পারমাণবিক জ্বালানির প্রথম চালান বুঝে পেলেও পূর্বনির্ধারিত সময়ের মধ্যে প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে পারছে না বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রাথমিক পরিকল্পনায় এ বছরে মধ্যে প্রথম ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করার কথা থাকলেও সেই পরকিল্পনা ‘নতুন করে সাজাতে’ হয়েছে।বাংলাদেশ ও রাশিয়া দুই দেশের সরকার প্রধানের ভার্চুয়াল উপস্থিতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বৃহস্পতিবার।রাশিয়ার কাছ থেকে ইউরেনিয়াম বুঝে পাওয়ার মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পারমাণবিক স্থাপনায় পরিণত হয়েছে। রাশিয়ার কারিগরি প্রযুক্তি এবং অর্থ সহায়তায় নির্মাণাধীন এই প্রকল্পের কোনো অনুষ্ঠানে প্রথমবারের মতো অংশ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, বাংলাদেশের রূপপুর বিদ্যুৎকেন্দ্র পূর্ণাঙ্গ ক্ষমতায় চালু হবে ২০২৬ সালে। সূত্র: বিবিসি বাংলা।
সওজের জলাশয়ে প্রভাবশালীর ফিলিং স্টেশন, মানছেন না কাউকেই
পরিবেশ অধিদপ্তর ও সওজ কুমিল্লা কর্তৃপক্ষ বলছে, কাজ বন্ধ করে জায়গাটি ছেড়ে দিতে বলা হয়েছে। নাহলে আইনি ব্যবস্থা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় নিয়ম বহির্ভূতভাবে সড়ক ও জনপথ বিভাগের জলাশয় রাতের আঁধারে ভরাট করে এলপিজি ফিলিং স্টেশন নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। সওজ ও পরিবেশ অধিদপ্তর জায়গা ছেড়ে দেওয়ার জন্য কয়েকবার নোটিশ পাঠালেও তাতে কর্ণপাত করেননি ওই ব্যক্তি। প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।চাপের মুখে দিনের বেলায় কাজ বন্ধ রাখলেও এখন রাতের আঁধারে ট্রাক দিয়ে বালু ফেলে প্রায় ৫০ শতক জায়গা ভরাট করা হচ্ছে বলে জনপ্রতিনিধি জানিয়েছেন। এ নিয়ে স্থানীয় মানুষ ও পরিবেশবাদীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সূত্র: বিডি নিউজ