আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
গাজায় নারী, শিশু, নবজাতক হত্যা ইসরায়েলকে বন্ধ করতে হবে: ট্রুডো
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নারী, শিশু ও নবজাতক হত্যা ইসরায়েলকে অবশ্যই বন্ধ করতে হবে। গতকাল মঙ্গলবার কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় এক সংবাদ সম্মেলনে ট্রুডো এ কথা বলেন।এক মাসের বেশি সময় ধরে গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুদ্ধ শুরুর পর ট্রুডো গতকালই ইসরায়েলের সবচেয়ে তীব্র সমালোচনা করলেন।গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। ইসরায়েলের ভাষ্যমতে, হামাসের এই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। এ ছাড়া দুই শতাধিক ব্যক্তিকে ইসরায়েল থেকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে রেখেছে হামাস। সূত্র: প্রথম আলো


আমরা গাজার হাসপাতালে অগ্নিসংযোগ দেখতে চাই না’: হোয়াইট হাউস
গাজার আল-শিফা হাসপাতালে ইসরায়েলের অভিযানের বিষয়ে হোয়াইট হাউসের মন্তব্য করেছে। তারা জানিয়েছে, গাজার হাসপাতালে আক্রমণ সমর্থন করে না এবং গাজার আল-শিফা হাসপাতালে অগ্নিসংযোগ দেখতে চায় না।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এ কথা জানিয়েছে। তিনি বলেন, ‘আমরা হাসপাতালে হামলা সমর্থন করি না এবং আমরা কোনো ধরনের অগ্নিসংযোগ হাসপাতালে দেখতে চাই না। সেখানে নিরপরাধ মানুষ, অসহায় মানুষ, অসুস্থ ব্যক্তিরা তাদের প্রাপ্য চিকিৎসা সেবা পেতে চেষ্টা করছে, আমরা চাই না তারা ক্রসফায়ারে পড়ে যাক। হাসপাতাল এবং রোগীদের অবশ্যই সুরক্ষিত রাখতে হবে।’ সূত্র: কালের কণ্ঠ
গাজায় হাসপাতালে গোলাগুলি বিস্ফোরণ, আতঙ্কে রোগী
ফিলিস্তিনের গাজার আল-শিফা হাসপাতালে অভিযান শুরু করেছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যরা এই হাসপাতাল থেকে কার্যক্রম চালাচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযানের কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে হামাস এ অভিযোগ অস্বীকার করেছে।
হাসপাতালে থাকা চিকিৎসক আহমেদ মোখাল্লালাতি আলজাজিরাকে বলেন, পরিস্থিতি খুব খারাপ। হাসপাতাল ক্যাম্পাসে ইসরায়েলি ট্যাংক ও বুলডোজার দেখেছি। ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। আমরা চারদিকে বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি। আমরা সবাইকে শান্ত এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। আরেকজন চিকিৎসক বিবিসিকে জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর অভিযানে হাসপাতালের রোগী, বাস্তুচ্যুত মানুষ ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সূত্র: সমকাল
সাহারা ইন্ডিয়ার প্রধান সুব্রত রায়ের মৃত্যু
সাহারা ইন্ডিয়ার প্রধান সুব্রত রায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরেই ক্যানসারসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। গত ১২ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।সাহারা ইন্ডিয়া পরিবারের পক্ষে বিবৃতি দিয়ে সুব্রতের মৃত্যুর খবর জানানো হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ তার মৃত্যু হয়েছে। বহুদিন ধরেই ক্যানসার, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট ছাড়াও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। সূত্র: বিডি প্রতিদিন।
গাজা ইস্যুতে বাইডেনের বিরুদ্ধে মামলা
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের ‘গণহত্যা’ বন্ধে ব্যর্থতা এবং এই বর্বরতায় উল্টো প্ররোচনা দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একইসঙ্গে আসামি করা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকেও।সোমবার ক্যালফোর্নিয়ার ফেডারেল আদালতে মামলাটি দায়ের করেছে নিউইয়র্কভিত্তিক নাগরিক স্বাধীনতা গ্রুপ সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস (সিসিআর)।
ফিলিস্তিনের বিভিন্ন মানবাধিকার সংস্থা, গাজায় বসবাসকারী ফিলিস্তিনিরা এবং অবরুদ্ধ উপত্যকায় থাকা মার্কিন নাগরিকদের স্বজনদের পক্ষে মামলাটি দায়ের করেছে সিসিআর।গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। এরপর থেকে গাজায় প্রতিশোধমূলক হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। এতে এ পর্যন্ত ১১ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যার মধ্যে প্রায় অর্ধেকই শিশু। এই সংঘাতে ইসরাইলকে অস্ত্র-গোলাবারুদ দিয়ে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। সূত্র: যুগান্তর
গাজার হাসপাতালে শুধু লাশের গন্ধ, এক কবরে রাখা হলো ১৭৯ জনকে
গাজার আল-শিফা হাসপাতালে শিশুসহ ১৭৯ জনকে গণকবর দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার হাসপাতালটির পরিচালক আমিরাত-ভিত্তিক দ্য ন্যাশনালকে এ খবর জানিয়েছেন। গত শনিবার জ্বালানি সরবরাহ শেষ হয়ে গেলে এই হাসপাতালেই ৩৪ জনের মৃত্যু ঘটেছিল। হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ জাকাউত জানিয়েছেন, আশপাশে দখলদার ইসরায়েলি বাহিনী অবস্থান করায় তারা জীবনের ঝুঁকি নিয়ে মঙ্গলবার সকাল ৯টার দিকে গণকবরের খনন শুরু হয়। তবে কবরটি খননের জন্য স্বেচ্ছাসেবীদের কাছে উপযুক্ত কোনো সরঞ্জাম না থাকায় তারা অনেক কসরত করে কবর খনন করছেন। সূত্র: আজকের পত্রিকা।
গাজার আল–শিফা হাসপাতালে অভিযান চালাচ্ছে ইসরায়েল
ফিলিস্তিনের উত্তর গাজার আল-শিফা হাসপাতালে অভিযান শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের এই অভিযান।
হাসপাতালটিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যরা লুকিয়ে আছেন এবং সেখান থেকে কার্যক্রম পরিচালনা করছেন বলে আগে থেকেই অভিযোগ জানিয়ে আসছিল ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আল-শিফা হাসপাতালের বিশেষ এলাকাগুলোয় তারা হামাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। আল-শিফা হাসপাতালের চিকিৎসক আহমেদ মোখাল্লালাতি বলেন, ইসরায়েলি অভিযানের কারণে হাসপাতালটিতে ৬৫০ জন রোগী আটকা পড়েছেন। তাদের মধ্যে অন্তত ১০০ জনের অবস্থা সংকটজনক। এ ছাড়া হাসপাতাল প্রাঙ্গণে নারী, শিশুসহ কয়েক হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। তাঁদের সবার জীবন এখন ঝুঁকির মুখে। সূত্র: দেশ রুপান্তর
সংলাপ নিয়ে ডোনাল্ড লু’র চিঠি কতটা কাজে আসবে?
বাংলাদেশের বড় তিনটি দলকে চিঠি দিয়ে ‘পূর্বশর্ত ছাড়া’ সংলাপে বসার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।সোমবার ওই চিঠির তথ্যটি প্রকাশ পাওয়ার পর সংলাপের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন সময় আন্তর্জাতিক মহল থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের আহ্বান জানানো হলেও সেরকম সম্ভাবনা খুব কম। যুক্তরাষ্ট্রের চিঠির পরেও সেই পরিস্থিতির কোন পরিবর্তন হবে বলে তাদের মনে হয় না।এমন প্রেক্ষাপটে বুধবার নির্বাচনী তফসিল নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। ওই বৈঠকের পরেই তফসিল ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।যুক্তরাষ্ট্র আহ্বান জানালেও সংলাপে বসার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো এখনো পরস্পরবিরোধী অবস্থানেই রয়েছে।বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ বলছে, কোন দল সংলাপে বসার আগ্রহ দেখালে তা বিবেচনা করে দেখা হবে। আর বিএনপি বলছে, সংলাপে বসতে বাধা নেই, তবে তার জন্য একটি পরিবেশ তৈরি করতে হবে সরকারকে। সূত্র: বিবিসি বাংলা।
গাজায় গণহত্যা বন্ধে ব্যর্থতার দায়ে বাইডেনের বিরুদ্ধে মামলা
ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা বন্ধে ব্যর্থতার দায়ে এবং এ ভয়াবহ হামলায় উস্কানি দেয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকেও এই মামলায় আসামি করা হয়েছে। খবর আল জাজিরা। গত সোমবার (১৩ নভেম্বর) ক্যালফোর্নিয়ার ফেডারেল আদালতে এই মামলা দায়ের করেছে নিউইয়র্ক ভিত্তিক নাগরিক স্বাধীনতা গ্রুপ সেন্টার ফর কনস্টিউশনাল রাইটস (সিসিআর) নামের একটি সংস্থা। গাজায় গণহত্যা এবং এই ভয়াবহ হামলায় উস্কানিমূলক মদদ দেয়ার অভিযোগে এই মামলা করেছে সংস্থাটি। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে ইসরায়েলের প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছে বলে তেল আবিবের দাবি। এরপর থেকে গাজায় প্রতিশোধমূলক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ১১ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যার মধ্যে প্রায় অর্ধেকই শিশু। এ সংঘাতে ইসরায়েলকে অস্ত্র-গোলাবারুদ দিয়ে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। সূত্র: বণিক বার্তা
গাজার বৃহত্তম হাসপাতালে ইসরায়েলি সেনাদের ঝটিকা অভিযান
এই হাসপাতালটিতে ৬৫০ জনের মতো রোগী, ২০০ থেকে ৫০০ কর্মী ও আশ্রয় নেওয়া প্রায় দেড় হাজার বেসামরিক ফিলিস্তিনি আছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
ফিলিস্তিনি ছিটমহল গাজার বৃহত্তম হাসপাতাল আল-শিফায় ঝটিকা অভিযান শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। হামাসের যোদ্ধারা হাসপাতালটিতে অবস্থান নিয়ে আছে অভিযোগ করে তাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে তারা।এই হাসপাতালটিতে ৬৫০ জনের মতো রোগী, ২০০ থেকে ৫০০ কর্মী ও আশ্রয় নেওয়া প্রায় দেড় হাজার বেসামরিক ফিলিস্তিনি আছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ২টার একটু পর ইসরায়েলি বাহিনী ‘হামাসের বিরুদ্ধে সুনির্দিষ্ট ও লক্ষ্যযুক্ত’ অভিযান শুরু করার ঘোষণা দিয়ে হাসপাতালটিতে প্রবেশ করতে শুরু করে।য়টার্স জানায়, প্রায় এক ঘণ্টা আগে, রাত ১টার দিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ইসরায়েল ছিটমহলটির কর্মকর্তাদের জানায় তারা ‘কয়েক মিনিটের মধ্যেই’ শিফা হাসপাতালে অভিযান চালাতে যাচ্ছে। সূত্র: বিডি নিউজ