‘বিগত সময়ে দেশের সমগ্র অর্থনীতিতে দুর্বৃত্তায়নের প্রভাব পড়েছে’

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

সংগৃহীত ছবি

বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন বলেছেন, বিগত সময়ে দেশের সমগ্র অর্থনীতিতে দুর্বৃত্তায়নের প্রভাব পড়েছে। অপ্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়ন ও অর্থ পাচারের কারণে অর্থনীতি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘অর্থনীতির পুনর্বিন্যাস বিষয়ে টাস্কফোর্সের সুপারিশ’ শীর্ষক দুইদিনব্যাপী কনফারেন্সের প্রথম সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেখ বশিরউদ্দীন বলেন, ব্যাংকিং সেক্টরসহ অবকাঠামো খাতে দুর্বৃত্তায়ন হয়েছে। অর্থনীতিকে শক্তিশালী করতে হলে আমাদের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও শ্রমিকদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, আমাদের বেশিরভাগ কাঁচামাল বিদেশ থেকে আসে। শ্রম উৎপাদনশীলতা বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে রপ্তানি সক্ষমতা বাড়াতে হবে।

কনফারেন্সের প্রথম সেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক ও অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণে গঠিত টাস্কফোর্সের চেয়ারম্যান কে এ এস মুরশিদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

Nagad

এই কনফারেন্সে অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ ও টেকসই প্রবৃদ্ধির জন্য নীতিগত সুপারিশ তুলে ধরা হয়।