চট্টগ্রামে ডাকাত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা, গুলিবিদ্ধ ৫

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:২৬ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২৫

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ইওচিয়া ইউনিয়নের চাঁনখোলা এলাকায় ডাকাত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। এলাকাবাসীর ধাওয়ায় পালিয়ে যাওয়ার সময় ডাকাতরা এলোপাতাড়ি গুলি চালালে পাঁচজন গুলিবিদ্ধ হন। সোমবার (৩ মার্চ) রাত ৯টা থেকে ১০টার মধ্যে এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জানান, মসজিদে নামাজের সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বেশ কয়েকজন সশস্ত্র ডাকাত একটি বাড়িতে হানা দেয়। গ্রামবাসী বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে। এক পর্যায়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। ধাওয়ার একপর্যায়ে স্থানীয়রা দুইজনকে ধরে ফেলে এবং গণপিটুনিতে তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত ও আহতদের সবাইকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা।

এ ব্যাপারে জানতে চাইলে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, “নিরাপত্তা বাহিনী আমাকে জানিয়েছে—ডাকাতির সময় গ্রামবাসীরা মসজিদের লাউডস্পিকার ব্যবহার করে সতর্কবার্তা প্রচার করে। এতে আশপাশের লোকজন জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া দেয়। পালানোর সময় ডাকাতরা গুলি চালায় এবং গ্রামবাসী দুইজনকে ধরে পিটিয়ে হত্যা করে। আমি ঘটনাস্থলে যাচ্ছি, পরে বিস্তারিত জানাতে পারব।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

Nagad