মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা সংকটাপন্ন, চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন
মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটির অবস্থা খুবই সংকটাপন্ন। তার চিকিৎসায় পেডিয়াট্রিক, পেডিয়াট্রিক সার্জারি, অ্যানেসথেসিয়া ও গাইনি বিভাগের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার দুপুরে মিন্টো রোডে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিশুটির গলার আঘাত মারাত্মক এবং যৌনাঙ্গেও আঘাত রয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির জ্ঞান ফেরেনি এবং তার অবস্থা স্থিতিশীল নয়। ভেন্টিলেটরের সাহায্যে তার শ্বাসপ্রশ্বাস চলছে।


এ ঘটনায় প্রধান অভিযুক্ত বোনের শ্বশুর হিটু শেখ (৪৭) ও স্বামী সজিব শেখকে (১৮) আটক করেছে পুলিশ। মাগুরায় এ ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুরে বিশাল বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।
শিশুটির স্বজনরা জানিয়েছেন, তার বাবা ভ্যানচালক এবং পরিবারের আর্থিক অবস্থা খারাপ। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটিকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।