ইরানে হামলার হুমকি ট্রাম্পের, পাল্টা কঠোর জবাব খামেনির
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর হামলা চালানো হয়, তবে কঠোর প্রতিশোধ নেওয়া হবে।
সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক ভাষণে খামেনি বলেন, “তারা দুষ্কর্ম করার হুমকি দিচ্ছে, যদি এটি বাস্তবায়িত হয়, তাহলে তারা অবশ্যই একটি শক্তিশালী পাল্টা আক্রমণের মুখোমুখি হবে।”


এর আগে, গত শনিবার (২৯ মার্চ) এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে না পৌঁছায়, তাহলে তাদের ওপর বোমা হামলা চালানো হবে।”
ট্রাম্পের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, ইরান যদি চুক্তিতে না আসে, তবে তাদের ওপর বোমা হামলা চালানো হবে এবং দেশটির ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
তবে ট্রাম্প কেবল মার্কিন বাহিনীর মাধ্যমে হামলার কথা বলেছেন, নাকি ইসরায়েলের সঙ্গে যৌথ অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে, তা স্পষ্ট নয়।
রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকেই ট্রাম্প তার ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ নীতি পুনর্বহাল রাখার চেষ্টা করছেন। এর আগে, প্রথম মেয়াদে ২০১৮ সালে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন।
মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তবে তেহরান এই অভিযোগ অস্বীকার করে বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।