শিক্ষক নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২২

সংগৃহীত

শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষার এই প্রতিষ্ঠানটিতে প্রভাষক ও সহযোগী অধ্যাপক পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

এক. পদের নাম: সহযোগী অধ্যাপক। বিভাগ: আইন। পদসংখ্যা: একজন। বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা।

দুই. পদের নাম: প্রভাষক। বিভাগ: ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস। পদসংখ্যা: চারজন। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

তিন. পদের নাম: প্রভাষক (অস্থায়ী)। বিভাগ: ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস। পদসংখ্যা: একজন। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

চার. পদের নাম: প্রভাষক। বিভাগ: নৃবিজ্ঞান। পদসংখ্যা: একজন। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পাঁচ. পদের নাম: প্রভাষক। বিভাগ: ইংরেজি। পদসংখ্যা: একজন। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

Nagad

ছয়. পদের নাম: প্রভাষক। বিভাগ: পালি। পদসংখ্যা: একজন। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

আবেদন যেভাবে: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস বা https://cu.ac.bd/ এই ওয়েবসাইট থেকে চাকরির নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে আবেদন করতে হবে।

আবেদন ফি: অগ্রণী বা জনতা ব্যাংকের যেকোনো শাখা থেকে রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ৫০০ টাকা ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ২৯ সেপ্টেম্বর ২০২২।

সূত্র- প্রথম আলো

সারাদিন/৩০ আগস্ট/এমবি