রাজধানীর হাজারীবাগে বস্তিতে আগুন

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২২

ফাইল ছবি

রাজধানীর হাজারীবাগের বটতলা বাজার এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টা দিকে হাজারীবাগ এলাকার বটতলা বাজারের পাশের বস্তিতে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট কাজ করছে জানিয়েছেন বলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো: শাহজাহান শিকদার।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, বটতলা বাজার এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ছোট ছোট ১৫ থেকে ১৬টি ঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ৯টি ইউনিট পাঠানো হয়েছে।

সারাদিন/৩১ আগস্ট/এমবি

Nagad