পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের গোল উৎসব, সাবিনার হ্যাটট্রিক

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২২

সংগৃহীত

নারী সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে গোল উৎসব করেছে বাংলাদেশের মেয়েরা। শনিবার (১০ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে পাকিস্তানকে ৬-০ গোলের বড় জয় পেয়েছে গোলাম রব্বানী ছোটনের দল।

সাবিনা খাতুনের হ্যাটট্রিকের পাশাপাশি বাংলাদেশের হয়ে একটি করে গোল করেছেন মনিকা চাকমা, সিরাত জাহান স্বপ্না ও ঋতুপর্ণা চাকমা। চলতি টুর্নামেন্টে বাংলাদেশ অপধিনায়ক সাবিনা খাতুনই প্রথম হ্যাটট্রিক করলেন।

আজ পাকিস্তানের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য ধরে রেখে খেলতে থাকে বাংলাদেশ। তৃতীয় মিনিটেই গোলের দেখা পায় বাংলাদেশের মেয়েরা। সময় গড়ানোর সাথে সাথে পাসিং ফুটবলে গোলের ফুল ফোটাতে শুরু করলেন সাবিনা খাতুন-মনিকা চাকমারা। হ্যাটট্রিক পূরণের আনন্দে ডানা মেললেন অধিনায়ক।

দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। দিনের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে হারালে ভারত যেমন নিশ্চিত করবে সেমিফাইনাল, তেমনই বাংলাদেশের সেমিফাইনালও নিশ্চিত হবে।

সাফ চ্যাম্পিয়নশিপে এই প্রথম মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। প্রথম সাক্ষাতেই সাবিনা-স্বপ্নারা বুঝিয়ে দিয়েছেন দুই দেশের নারী ফুটবলের শক্তি পার্থক্য।

সারাদিন/১০ সেপ্টেম্বর/এমবি

Nagad