আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২২

রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্বনেতাদের বাসে চড়ে যেতে অনুরোধ

মার্কিন সংবাদ পলিটিকোর বরাতে এ প্রতিবেদনে আরও বলা হয়, ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আয়োজিত অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে কিংবা ওই সময় লন্ডনের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অতিথিদের নিজস্ব গাড়ি বা হেলিকপ্টার ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে। এর বদলে তাঁদের নিরাপত্তা বাহিনীর পাহারায় পরিচালিত বাস ব্যবহার করতে বলা হয়েছে। এ বাসগুলো পশ্চিম লন্ডনের একটি এলাকায় দাঁড়িয়ে থাকবে। সেখান থেকে এগুলোতে বিশিষ্ট ব্যক্তিদের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে নেওয়া হবে। সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, বিদেশি দূতাবাসগুলোয় আনুষ্ঠানিকভাবে প্রটোকল বার্তা পাঠানো হয়েছে।পলিটিকোর ওই প্রতিবেদনে অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে ‘কড়া নিরাপত্তা ব্যবস্থা ও সড়কে জারি করা বিধিনিষেধ’ নিশ্চিত করাকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এ নিয়মের কথা শুনে অনেকে বিস্ময় প্রকাশ করছেন। সূত্র: প্রথম আলো

আধুনিক দাসত্বের শিকলে আজও পাঁচ কোটি মানুষ

সব ধরনের দাসত্ব নির্মূলের যে লক্ষ্যমাত্রা অর্জনে জাতিসংঘ কাজ করছে, সে পথে অগগ্রতি হওয়া দূরে থাকা উল্টো নাটকীয় হারে বেড়েছে আধুনিক দাসপ্রথার শিকার মানুষের সংখ্যা। সাম্প্রতিক বছরগুলোয় সংখ্যাটা বাড়ার কারণে বর্তমানে বিশ্বজুড়ে প্রায় পাঁচ কোটি মানুষ আধুনিক দাসত্বের শৃঙ্খলে বন্দি হয়ে আছে।জাতিসংঘের গতকাল সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ‘আধুনিক দাসত্ব’ সংক্রান্ত হালচাল। অস্ট্রেলিয়াভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ওয়াক ফ্রি ফাউন্ডেশনকে সঙ্গে নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে জাতিসংঘের আন্তর্জাতিক শ্রমবিষয়ক সংস্থা (্আইএলও) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।২০৩০ সালের মধ্যে সব ধরনের দাসত্ব নির্মূলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তা অর্জনে কাজ চালিয়ে যাচ্ছে জাতিসংঘ। অথচ বাস্তবে দেখা গেছে, ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ে বাধ্যতামূলক শ্রম ও জোরপূর্বক বিয়ের শিকার মানুষের সংখ্যা বেড়েছে এক কোটি। প্রতিবেদন অনুসারে, জোরপূর্বক বৈবাহিক সম্পর্কে থাকা মানুষ, বিশেষ করে নারী ও শিশুর সংখ্যা ২০১৬ সাল থেকে গত বছর পর্যন্ত বেড়েছে ৬৬ লাখ। একই সময়ে বাধ্যতামূলক শ্রমজীবীর সংখ্যা বেড়েছে ২৭ লাখ। সূত্র: কালের কণ্ঠ

ভারতে বৈদ্যুতিক স্কুটারের শোরুমে আগুন, প্রাণ গেল ৮ জনের

ভারতের তেলেঙ্গানা রাজ্যের সেকেন্দরাবাদে একটি বৈদ্যুতিক স্কুটারের শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর দ্রুত ওপরের তলার হোটেল ছড়িয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, প্রথমে শো রুমটি নিচ তলায় আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত দ্বিতীয় তলার ‘রুবি হোটেলে’ ছড়িয়ে পড়ে। হোটেলটিতে কমপক্ষে ২৫ জন অতিথি ছিলেন। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে বেশির ভাগ মানুষ মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।সেকেন্দরাবাদের ফায়ার সার্ভিস বেশ কয়েকজনকে উদ্ধার করেছে। এ সময় স্থানীয় অনেক মানুষ উদ্ধারকাজে সাহায্য করেছেন। এক ভিডিওতে দেখা গেছে, হোটেলে আটকে পড়া অনেক মানুষ জানালা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করছেন। সমকাল

Nagad

রুশ মেরিন ব্রিগেড ধ্বংস

ইউক্রেন থেকে রাশিয়ার একটি মেরিন ব্রিগেডকে ‘একেবারে নির্মূল’ করেছে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী। গতকাল কিয়েভের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে। মার্কিন সাময়িকী নিউজউইক এ খবর জানিয়েছে। ফেসবুকে প্রকাশিত হালনাগাদ তথ্যে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, রাশিয়ার ৮১০ মেরিন ব্রিগেডের প্রায় ৮৫ শতাংশ ধ্বংস করা হয়েছে। রুশ দখলকৃত ক্রিমিয়া উপত্যকার সেভাস্তোপোলে এ ব্রিগেড মোতায়েন ছিল। এ ছাড়া ইউক্রেনের সেনাবাহিনী গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্ব দিকের আরও এলাকা পুনর্দখল করে। এ অবস্থায় রুশ বাহিনী রবিবার থেকে পাল্টা আঘাত হানছে এবং ইউক্রেনের বিভিন্ন স্থানে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ইউক্রেনের বিদ্যুৎ ও পানি সরবরাহ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। সূত্র: বিডি প্রতিদিন।

ইসরাইলের সামরিক সম্মেলনে মরক্কো

ইসরাইলে অনুষ্ঠিত সামরিক সম্মেলনে যোগ দিয়েছে আফ্রিকার দেশ মরক্কো। সোমবার থেকে ইসরাইলের তেলআবিবে চার দিনব্যাপী ওই সম্মেলন শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এ সম্মেলন। খবর আনাদোলুর।মরক্কোর সেনাবাহিনী এক বিবৃতিতে সোমবার জানায়, দেশটির রাজকীয় সশস্ত্র বাহিনীর মহাপরিদর্শক লে. জেনারেল বেলখির এল-ফারুকের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল তেলআবিবের ওই সামরিক সম্মেলনে যোগ দিয়েছে। সম্মেলনে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে অভিজ্ঞতা ও যৌথ সামরিক মহড়া নিয়ে আলোচনা হয়।ইসরাইলের ওই সামরিক সম্মেলনে মরক্কো ছাড়াও বেশ কয়েকটি আরব দেশের সেনাপ্রধানও যোগ দিয়েছেন। সূত্র: যুগান্তর

আট বছরে ইউরোপ-আমেরিকায় পোশাক রপ্তানি বাড়তে পারে ৫৪ বিলিয়ন ডলার: গবেষণা

তৈরি পোশাক খাত থেকে চীনের হিস্যা কমতে থাকা এবং নিজস্ব স্ট্রং ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রি তৈরি হওয়ায় তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার ইউরোপ (ইউকে সহ) ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। আগামী ২০৩০ সাল নাগাদ এই দুই বাজারে বাড়তি ৫৪ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করার সম্ভব।গ্লোবাল অ্যাপারেল মার্কেটের গতি প্রকৃতি, পরিসংখ্যান ও বাংলাদেশের সম্ভাব্য সক্ষমতার বিবেচনায় পোশাক রপ্তানির সম্ভাবনার এ হিসাব দাঁড় করিয়েছে গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‍্যাপিড)।এর মধ্যে আলোচ্য সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ২৪ বিলিয়ন ডলার ও ইউরোপের বাজারে ৬৫ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করা সম্ভব। এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি) এর হিসাব অনুযায়ী, সর্বশেষ ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ প্রায় ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে, যারমধ্যে এই বাজারগুলোতে রপ্তানির পরিমাণ ছিল প্রায় ৩৫ বিলিয়ন ডলার।এরমধ্যে ইউরোপে রপ্তানির পরিমাণ ছিলো ২৬ বিলিয়ন ডলার আর বাকি ৯ বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের বাজারে। অর্থাৎ আট বছরে উভয় বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়াতে হবে আড়াই গুণ করে।এজন্য ইউরোপের (ইউকে সহ) দেশগুলোতে বছরে গড়ে ১২ শতাংশ ও যুক্তরাষ্ট্রের বাজারে ১৫ শতাংশ হারে রপ্তানি বাড়াতে হবে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

যুক্তরাষ্ট্রে টানা দ্বিতীয় মাসে মূল্যস্ফীতি ধীর হওয়ার আশা

টানা ১৮ মাস ধরে বেড়ে চলা মূল্যস্ফীতির মাঝে আজ মঙ্গলবার খানিকটা স্বস্তি পেতে পারেন মার্কিন জনগণ। প্রকাশিত হতে যাওয়া এক সরকারি প্রতিবেদন বলা হচ্ছে, আগস্টে টানা দ্বিতীয় মাসে বছরওয়ারি মূল্যস্ফীতি ধীর হয়েছে। এক্ষেত্রে গ্যাসের দাম কমার বিষয়টি ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর এপি। ফ্যাক্টসেটের জরিপে দেয়া অর্থনীতিবিদদের পূর্বাভাস অনুসারে, গত মাসে ভোক্তা পর্যায়ে পণ্যে এক বছর আগের তুলনার মূল্যবৃদ্ধির হার ৮ দশমিক ২ শতাংশ। এর আগে গত জুনে সর্বোচ্চ ৯ দশমিক ১ শতাংশ এবং জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল সাড়ে ৮ শতাংশ। অন্যদিকে আগস্টে ভোক্তা ব্যয় আগের মাসের তুলনায় দশমিক ১ শতাংশ কমেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ২০২০ সালের মে মাসের পর এবারই প্রথম মাসভিত্তিক মূল্যস্ফীতি কমেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে জুলাই মাসে মূল্যস্ফীতির হার অপরিবর্তিত ছিল। সূত্র: বণিক বার্তা।

হায়দরাবাদে স্কুটার শো-রুমে আগুন, নিহত ৮

ভারতের তেলেঙ্গানা রাজ্যে বৈদ্যুতিক স্কুটার শো-রুমে আগুন লেগে আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজ্যটির রাজধানী হায়দরাবাদের সেকেন্দ্রাবাদে এ ঘটনা ঘটে।স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বহুতল ভবনের নিচতলায় বৈদ্যুতিক স্কুটারের শো-রুমে আগুনের সূত্রপাত ঘটে এবং দ্রুত দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা লজে (আবাসিক হোটেলের মধ্যে) ছড়িয়ে পড়ে। এতে আটজন নিহত হয়। প্রচণ্ড ধোঁয়ায় শ্বাসকষ্টে তাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।অগ্নিকাণ্ডের সময় লজটিতে প্রায় ২৫ জন অতিথি ও কর্মচারী ছিলেন। দমকল কর্মীরা ক্রেন-মই ব্যবহার করে লজের বাসিন্দাদের উদ্ধার করেছে। তাদের উদ্ধার অভিযানে সাহায্য করেছে কিছু স্থানীয় বাসিন্দাও। সূত্র: আরটিভি অনলাইন্

ইলন মাস্কের সাবেক প্রেমিকা নিলামে তুললেন স্মৃতিচিহ্ন

বিশ্বের শীর্ষ ধনী এবং টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কের কলেজ জীবনের কিছু মূল্যবান ছবি নিলামে উঠেছে। তার সাবেক প্রেমিকা জেনিফার গোয়েন সেই ছবি নিলামে তুলেছেন। জেনিফারের সঙ্গে ইলন মাস্কের কাটানো বেশকিছু মূহুর্তের ছবিও রয়েছে এতে। নিলামে তোলায় এরই মধ্যে সাড়া ফেলেছে তাদের সম্পর্কের সেসব স্মৃতিচিহ্ন। জেনিফার গোয়েন যিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের সঙ্গে সময় কাটিয়েছিলেন যখন তারা দুজনেই পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। বোস্টনভিত্তিক প্ল্যাটফর্ম আরআর অকশন তাদের ছবিসহ অন্যান্য স্মৃতিচিহ্ন নিলামে তুলেছে।ইলন মাস্কের তারুণ্যে ভরা সেই মুহূর্তগুলোর এরকম ১৮টি ছবি, একটি হাতে লেখা জন্মদিনের কার্ড ও একটি সোনার নেকলেস নিলামে তোলা হয়েছে। সেই নেকলেস মাস্ক তার সাবেক প্রেমিকাকে উপহার দিয়েছিলেন। সূত্র: জাগো নিউজ।

ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিয়ে ম্যাক্রোঁ-পুতিন বাকযুদ্ধ

ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিয়ে এবার মুখোমুখি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও রাশিয়ার ভ্লাদিমির পুতিন। রোববার (১১ সেপ্টেম্বর) এ ব্যাপারে দুজনের মধ্যে আলোচনা হয়েছে। এ সময় দুজনের মধ্যেই বাকযুদ্ধ হয়েছে। খবর ব্লুমবার্গের।খবরে বলা হয়েছে, রোববার ম্যাক্রোঁ-পুতিনের মধ্যে ‘ফ্রাঙ্ক এক্সচেঞ্জ’ বিষয়ে আলোচনা হয়। এ সময় ইউক্রেনের ঝাপোরিজঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিয়ে কথা তোলেন ম্যাক্রোঁ। তিনি জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারপাশ থেকে হালকা ও ভারী ধরনের অস্ত্র প্রত্যাহার করতে রাশিয়াকে আহ্বান জানান। সূত্র: বাংলানিউজ