মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ব্যাংকের একজন উদ্যোক্তার সাড়ে ১৪ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন বলে ঘোষণা দিয়েছেন।
সোমবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা এ.কে.এম শাহেদ রেজা। তিনি পূর্ব ঘোষণা অনুযায়ী মার্কেন্টাইল ব্যাংকের ১৪ লাখ ৪৬ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।
এর আগে গত ১২ সেপ্টেম্বর উদ্যোক্তা এ.কে.এম শাহেদ রেজা উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন। ডিএসইর মূল মার্কেটে বর্তমান বাজার মূল্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি করেছেন।