বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এআইইউবি
বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২২-এ চ্যাম্পিয়ন হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি বাংলাদেশের (এআইইউবি) পুরুষ ক্রিকেট দল। আজ রোববার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ৫২ রানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় এআইইউবি।
রাজধানীর গ্রিন ইউনিভার্সিটির খেলার মাঠে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৮ ইউকেটে ১৯০ রান করে এআইইউবি। ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৮ রান করতে সক্ষম হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ব্যাট হাতে ৫০ রান করায় ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন এআইইউবির মাহিদুল ইসলাম।
মুজিব বর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে স্পোর্টস চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তৃতীয়বারের মতো এ বছর এ আসরের আয়োজন করে।