সাগরের ঢেউয়ে ভেসে গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী, ১ জনের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সাগরের ঢেউয়ে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। তাদের মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গাজী আতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃত শিক্ষার্থীর নাম কে এম সাদমান রহমান সাবাব। তার পিতার নাম কে এম আনিছুর রহমান এবং স্থায়ী ঠিকানা ঢাকার মিরপুরে। অন্য দুই নিখোঁজ শিক্ষার্থী অরিত্র হাসান ও আসিফ আহমেদ। তারা বগুড়ার বাসিন্দা।

তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘ডেভেলপমেন্ট স্টাডিজ’ বিভাগের ছাত্র। সবাই শহিদ মো. ফরহাদ হোসেন হলে থেকে পড়াশোনা করেন। সোমবার রাতে চারজন প্রথম বর্ষের শিক্ষার্থী কক্সবাজারে ঘুরতে যান এবং মঙ্গলবার সকালে হিমছড়ি বিচে সাগরে নেমে নিখোঁজ হন।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক জানান, তারা এখন ঘটনাস্থলে কাজ করছে এবং বিস্তারিত জানানো হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সাঈদ বিন কামাল চৌধুরী জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ স্থানীয় জেলেরা উদ্ধার করেছে। নিখোঁজ অন্য দুই শিক্ষার্থীর সন্ধানে অভিযান চলছে। পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। বিভাগীয় সিনিয়র সদস্যরা কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেছেন।

Nagad

ঘটনার তদন্ত ও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।