দুর্নীতি মামলায় সুচির আরও তিন বছরের কারাদণ্ড
দুর্নীতি মামলায় মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচিকে আরও তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সামরিক জান্তা শাসিত একটি আদালত।
বুধবার (১২ অক্টোবর) ঘুষ ও জালিয়াতির অভিযোগে সুচির বিরুদ্ধে এই রায় দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
৭৭ বছর বয়সী নোবেলজয়ী অং সান সুচি নেইপিদোর নির্জন কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে করা সব মামলার শুনানিতে এখন সেখান থেকেই অংশ নিচ্ছেন তিনি। সুচির বিরুদ্ধে ১৮টি অভিযোগে মামলা চলছে মিয়ানমার জান্তা সরকারের আদালতে। এসব মামলার সবকটিতে সাজা হলে তার ১৯০ বছর পর্যন্ত জেল হতে পারে। যদিও এসব মামলায় আনা অভিযোগ প্রতাখ্যান করছেন তিনি।
২০২১ সালের ০১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। পরে নোবেলজয়ী সু চিকে আটক করা হয়। তখন থেকে সামরিক কারাগারে আছেন সুচি।
সারাদিন/১২ অক্টোবর/এমবি