বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ব্রুনাইয়ের সুলতান

সাভার (ঢাকা) প্রতিনিধি:সাভার (ঢাকা) প্রতিনিধি:
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২২

সাভারের জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ।

শনিবার (১৫ অক্টোবর) বেলা ৩টা ৪০ মিনিটের দিকে স্মৃতিসৌধে তার গাড়ি বহর প্রবেশ করে ৩ টা ৫০ মিনিটে বের হয়ে যায়।

এসময় স্মৃতিস্তম্ভের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা শেষে এক মিনিট নিরবতা পালন করেন ব্রুনাই সুলতান।

ব্রুনাই সুলতান সোনালু নামে একটি ফুল গাছের চারা রোপণ করেন এবং শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

ব্রুনাইয়ের সুলতান এর পরিদর্শন এর বিষয়টি নিশ্চিত করেছেন সাভার জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মিজানুর রহমান।

প্রসঙ্গত, তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে পৌঁছেছেন ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ। বিমানবন্দরে সুলতানকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সুলতানকে বহনকারী একটি ভিভিআইপি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সশস্ত্র বাহিনীর একটি দল তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যৌথ আমন্ত্রণে তাঁর এই সফর বলে কূটনীতিকেরা জানিয়েছেন। সুলতান বলকিয়াহর এটাই প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০১৯ সালে ব্রুনেই সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Nagad