আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২২

রুশ সামরিক প্রশিক্ষণকেন্দ্রে বন্দুকধারীদের গুলিতে নিহত ১১

ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে রাশিয়ার একটি সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ‘সন্ত্রাসী’ হামলায় কমপক্ষে ১১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যমগুলো গতকাল শনিবার এ খবর জানিয়েছে। খবর এএফপির।রাশিয়ার সরকারি সংবাদ সংস্থার খবরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, সাবেক সোভিয়েতভুক্ত একটি দেশের দুজন নাগরিক প্রশিক্ষণ চলাকালে নির্বিচারে গুলি ছুড়েছেন। তাঁরা দুজনেই পাল্টা গুলিতে নিহত হয়েছেন।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, গতকাল শনিবার বেলগোরোদ অঞ্চলে কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটস (সিআইএস)-ভুক্ত একটি দেশের দুজন নাগরিক সন্ত্রাসী আচরণ করেছে। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলো নিয়ে সিআইএস জোট গঠিত। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনে বিশেষ সেনা অভিযানে অংশ নিতে স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ চলাকালে ওই হামলা হয়। সূত্র: প্রথম আলো

রুশ সেনারা বেলারুশে

যৌথ বাহিনীর কার্যক্রমের অংশ হিসেবে রাশিয়ার সেনারা প্রথম দফায় গতকাল শনিবার বেলারুশে প্রবেশ করেছে। মস্কো-মিনস্কের যৌথ তৎপরতার মধ্যে ইউক্রেনের জন্য গতকাল বড় অর্থ সহায়তা ঘোষণা করে ওয়াশিংটন। এদিকে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অবকাঠামোগত ক্ষতি হওয়ায় স্থানীয়দের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে বলেছে কিয়েভ।
বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সীমান্ত সুরক্ষা ও প্রতিরক্ষা শক্তিশালী করতে রুশ সেনাদের প্রথম বহর বেলারুশে প্রবেশ করেছে।এ সময় ঐতিহ্যবাহী পোশাক পরা নারীরা সেনাদের স্বাগত জানায়।এর আগে গত সোমবার বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেংকো দাবি করেন, ইউক্রেন তাঁর দেশকে আক্রমণের ক্ষেত্রে প্রস্তুত করছে। এর সূত্র ধরে তিনি মস্কোর সঙ্গে যৌথ বাহিনী গঠনের কথা বলেন।কয়েক দিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, বেলারুশকে যুদ্ধে টেনে আনছে রাশিয়া। ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সহায়তা-রাশিয়ার ব্যাপক হামলার মধ্যে ইউক্রেনকে ৭২ কোটি ৫০ লাখ ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এ সহায়তার মধ্যে ভ্রাম্যমাণ রকেট লঞ্চার হিমার্স ও দূরপাল্লার আর্টিলারি অস্ত্র রয়েছে, যা এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে বেশ সাফল্য দেখিয়েছে। এ ছাড়া গোলাবারুদ, সাঁজোয়া যান ও চিকিৎসাসামগ্রীও থাকবে। সূত্র: কালের কণ্ঠ

ইউক্রেনের জন্য ৪০০ মিলিয়ন ডলার মানবিক সাহায্য ঘোষণা সৌদি আরবের

সৌদি আরব আজ শনিবার ইউক্রেনের জন্য ৪০০ মিলিয়ন অর্থাৎ ৪০ কোটি মার্কিন ডলার মানবিক সাহায্য ঘোষণা করেছে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথাও বলেছেন। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপি’র বরাত দিয়ে বার্তা রয়টার্স এ তথ্য জানিয়েছে।ক্রাউন প্রিন্স জেলেনস্কির সঙ্গে ফোনালাপে বলেন, ‘উত্তেজনা প্রশমনে অবদান রাখবে এমন সবকিছুর পক্ষে সৌদি আরবের অবস্থান।’ এ সময় মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত রাখার ব্যাপারেও সচেষ্ট থাকার আহ্বান জানান মোহাম্মদ বিন সালমান। এর আগে গত মাসে মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধবন্দি বিনিময়ের সুযোগ তৈরিতে সৌদি আরব অপ্রত্যাশিত ভূমিকা পালন করে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। এ সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকট নিরসনে তেল উৎপাদন বৃদ্ধির চাপকে সৌদি আরব একেবারে পাত্তা না দেওয়ায় তাদের মধ্যে এ টানাপোড়েন শুরু হয়। সূত্র: সমকাল

Nagad

রাশিয়ার নতুন ভূখণ্ডে ‘আলাদিনের চেরাগ’

বুট-বুলেট, ড্রোন-ক্ষেপণাস্ত্রের হট্টগোলের ফাঁকে রীতিমতো ‘আলাদিনের চেরাগ’ পেয়ে গেল মস্কো। বিশ্বের বৃহত্তম ভূখণ্ডের অধিপতি রাশিয়ার সীমানায় ঢুকে পড়ল ইউক্রেনের আরও চার অঞ্চল। জ্যামিতিক হিসাবে ১ লাখ ৯ হাজার বর্গকিলোমিটার এলাকা (পশ্চিমা হিসাবে ৯২ হাজার বর্গ কিমি.)। ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় ১৫ শতাংশ। চাল-ডাল, খনিজসম্পদ, সমুদ্রবন্দর-শিল্পকারখানা, জলবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পর্যটন, জনশক্তি-কি নেই রাশিয়ার এই নতুন তালুকে! চাইলেই ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ঘরে তুলতে পারবে মস্কো। রূপকথার সেই চোরাগের মতো-শুধু ঘষা দিতে যতক্ষণ!২৩-২৭ সেপ্টেম্বর চার দিনের গণভোটে রুশ ভূখণ্ডে অন্তর্ভুক্ত হয় ইউক্রেনের দোনেস্ক, লুহানস্ক, খেরসনও জাপোরিঝঝিয়া। পরের কদিনে ধাপে ধাপে রাশিয়ার নিুকক্ষ ও উচ্চকক্ষের সমর্থনে ৫ অক্টোবর সংযুক্তি আইনে চূড়ান্ত অনুমোদন দেন প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেদিন থেকেই বদলে গেছে রাশিয়ার মানচিত্র। বেড়ে গেছে আয়তন। নতুন অঞ্চলে ইউক্রেন-রাশিয়ার লাভ-ক্ষতির অঙ্কের আগুনে পুড়ছিল দুই মুলুকই। কেউ চিন্তিত ছিল পুনরুদ্ধার খরচের পরিমাণ নিয়ে। কেউ ছিল লাভের খতিয়ানে। বছরে কত রাজস্ব হারাল ইউক্রেন-কারও আবার রাতের ঘুমে সিঁধ কাটছিল এই চিন্তায়ও! ভোটের আগে থেকেই শুরু হওয়া সেসব জল্পনা-কল্পনা, গুজব-গুঞ্জন আর আকাশ-কুসুম গণিত তত্ত্বের সহজ সমাধান দিল মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়, নতুন অঞ্চলে সঞ্চিত খনিজের মূল্যই ১২ লাখ ৪০ হাজার কোটি ডলার। পরে রুশ দৈনিক ভেডোমোস্তিতে বলা হয়, ‘সেখানে অর্থনৈতিক সম্ভাবনার পরিমাণ প্রায় ১৩ হাজার কোটি মার্কিন ডলার। অর্থাৎ ইউক্রেনের ২০ শতাংশ অর্থনীতি যুক্ত হচ্ছে রাশিয়ায়। এতে একলাফে ২ দশমিক ৯ শতাংশ রুশ অর্থনীতি বৃদ্ধি পাবে মস্কোর। এছাড়াও কৃষি, বিদ্যুৎ-জ্বলানি শক্তিসহ প্রায় ৫০০০ নতুন শিল্পকারখানার মালিক হবে রাশিয়া। সূত্র: যুগান্তর

কলেরা ভ্যাকসিনের উৎপাদন বন্ধ করছে সানোফি

বিশ্ব যখন একের পর এক মহামারীর শঙ্কার মধ্য দিয়ে যাচ্ছে তখন কলেরা ভ্যাকসিন উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে শান্থা বায়োটেকনিকস। ফরাসি কোম্পানি সানোফির এ সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের অপ্রত্যাশিত এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করছেন স্বাস্থ্য খাতসংশ্লিষ্টরা।মাত্র দুটি প্রতিষ্ঠান কলেরা ভ্যাকসিন তৈরি করে আসছিল, যার একটি ভারতভিত্তিক শান্থা বায়োটেকনিকস, যার সম্পূর্ণ মালিকানা সানোফির। সম্প্রতি প্রতিষ্ঠানটি জানায়, তারা শ্যানকল নামে ভ্যাকসিন উৎপাদন কয়েক মাসের মধ্যেই বন্ধ করবে। ২০২৩ সালের শেষ নাগাদ উৎপাদিত ভ্যাকসিন সরবরাহ বন্ধ করে দেবে।সানোফির আকস্মিক এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য খাতসংশ্লিষ্টরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কলেরা বিভাগের টিম লিডার ফিলিপ বারবোজা বলেন, ডব্লিউএইচওর মহাপরিচালক ড. টেড্রোস অ্যাডহ্যানমের বারবার অনুরোধ সত্ত্বেও ভ্যাকসিন উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শান্থা। সহজে বলতে গেলে এটা খুবই আপত্তিকর কৌশল।বৈশ্বিক জরুরি পরিস্থিতি মোকাবেলা এবং কলেরা প্রাদুর্ভাবের শঙ্কা রয়েছে এমন দেশগুলোতে শ্যানকল ভ্যাকসিন অত্যন্ত জরুরি ছিল। মুখে গ্রহণ করার মতো মাত্র দুই ধরনের ভ্যাকসিনের একটি ছিল শ্যানকল। সূত্র: বণিক বার্তা

কের্চ সেতু, নর্ড স্ট্রিম পাইপলাইনে হামলা চৌকস নাশকতাকারীদের কাজ

নর্ড স্ট্রিম ১ ও ২ পাইপলাইনে নাশকতার ঘটনায় চমকে ওঠে ইউরোপ। মহাদেশটির জ্বালানি অবকাঠামোর ওপর দুই বিশ্বযুদ্ধের পর এটিই সবচেয়ে বড় হামলা। কে এর জন্য দায়ী– সে ধোঁয়াশা না কাটতেই আরেক অন্তর্ঘাত হলো ক্রিমিয়ায়। কের্চ প্রণালীর ওপর দিয়ে ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে যুক্তকারী সেতুটিকে ট্রাক বোমা বিস্ফোরণে ধ্বংস করা হয়েছে। গোপন আঘাতগুলির ধরন এবং এজন্য প্রয়োজনীয় সক্ষমতা, দক্ষতার বিশ্লেষণ করেছেন স্টিফেন ব্রিয়েন ও শোশানা ব্রিয়েন। এশিয়া টাইমসে শনিবার (১৫ অক্টোবর) প্রকাশিত ওই নিবন্ধের নির্বাচিত সারসংক্ষেপের ভাবানুদিত অংশ টিবিএসের পাঠকের জন্য তুলে ধরা হলো— এটি এখন দিবালোকের মতো স্পষ্ট হয়ে উঠছে যে, নর্ড স্ট্রিম ১ ও ২ এবং ক্রিমিয়া-কের্চ সেতু ধ্বংসের কাজগুলি করতে সর্বাধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সহায়তা নেওয়া হয়েছে, যা একমাত্র গোপন বাহিনীর সুপ্রশিক্ষিত ও সর্বোচ্চ দক্ষতার সদস্যদের পক্ষেই করা সম্ভব। এই ব্যক্তিরা সঙ্গোপনে অপারেশন পরিচালনায় বিশেষভাবে দক্ষ বা ‘সিক্রেট অপারেটর’। রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফএসবি) প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানিয়েছে, কের্চ সেতুর একটি অংশকে ধ্বংসকারী (বোমাবাহী) ট্রাকটিতে ২২টি প্লাস্টিকের ফিল্ম রোলে মুড়িয়ে রাখা প্যালেটের মধ্যে বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছিল। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

রাশিয়ার সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ‘সন্ত্রাসী’ হামলা, নিহত ১১

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরদ অঞ্চলের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ‘সন্ত্রাসী’ হামলার ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শনিবার (১৫ অক্টোবর) এ সব তথ্য জানানো হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশের দুজন নাগরিক প্রশিক্ষণের সময় গুলি চালায়। ওই দুই হামলাকারীরাও নিহত হয়েছেন। রুশ মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের জন্য স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের সময় এই হামলার ঘটনা ঘটে।রুশ বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, হামলায় ১১ জন নিহত হয়েছেন। আরও ১৫ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সূত্র: বাংলানিউজ

রাশিয়ায় প্রশিক্ষণার্থী সৈন্যদের ওপর ২ বন্দুকধারীর গুলি, নিহত ১১

রাশিয়ার এক সামরিক প্রশিক্ষণ স্থলে বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।শনিবার ইউক্রেইন সীমান্তের কাছে বেলগোরোদ অঞ্চলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। ইউক্রেইনে যুদ্ধে যেতে স্বেচ্ছায় যোগ দেওয়া ব্যক্তিদের আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ চলাকালে দুই ব্যক্তি নির্বিচারে গুলি চালায়, বলেছে রাশিয়ার রাষ্ট্র-মালিকানাধীন সংবাদ সংস্থা আরআইএ।দুই বন্দুকধারী পাল্টা গুলিতে নিহত হয়েছে। তারা দুজনই সাবেক এক সোভিয়েত প্রজাতন্ত্রের নাগরিক বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলেনি তারা।এ ঘটনায় ১৫ জন আহত হয়েছে।“স্বেচ্ছায় (ইউক্রেইনের বিরুদ্ধে) বিশেষ সামরিক অভিযানে অংশ নিতে আকাঙ্ক্ষা ব্যক্ত করা ব্যক্তিদের আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ চলাকালে সন্ত্রাসীরা হালকা অস্ত্র নিয়ে ওই ইউনিটের ওপর নির্বিচারে গুলি চালায়। সূত্র: বিডি নিউজ

করোনায় মৃত্যু হাজারের নিচে, শনাক্ত পৌনে ৩ লাখ

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ শতাধিক মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমেছে পৌনে তিন লাখের নিচে।এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। অন্যদিকে দৈনিক প্রাণহানির শীর্ষে উঠে এসেছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে তাইওয়ান, ইতালি, যুক্তরাষ্ট্র ও জাপান। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬২ কোটি ৯৭ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৫ লাখ ৭০ হাজার।রোববার (১৬ অক্টোবর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে পাঁচ শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ৭০ হাজার ৮৬৬ জনে। সূত্র: ঢাকা পোস্ট

ভোল পাল্টালেন ইলন মাস্ক

ইউক্রেনকে বিনা মূল্যে ইন্টারনেট সেবা দিতে পারবেন না, সাফ জানিয়ে দিয়েছিলেন টেসলার নির্বাহী প্রধান ইলন মাস্ক। এ ঘোষণার একদিন পরই তিনি আবার তার প্রতিষ্ঠান স্পেসএক্স স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেনে ইন্টারনেট সেবা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।শনিবার (১৫ অক্টোবর) এক টুইট বার্তায় ইলন মাস্ক বলেছেন, ‘যদিও স্টারলিংক এখনো অর্থ হারাচ্ছে এবং অন্যান্য কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে। এরপরও ইউক্রেন সরকারকে বিনা মূল্যে ইন্টারনেটে অর্থায়ন করতে থাকবো।’ শুক্রবার (১৪ অক্টোবর) ইলন মাস্ক এক টুইট বার্তায় বলেন, স্পেসএক্স অতীতের খরচ দিতে বলছে না। তবে বিদ্যমান ব্যবস্থাটিতে (স্টারলিংক) অনির্দিষ্টকালের জন্য অর্থায়ন করতে পারবে না।