তাসকিন দাপটে জয় দিয়ে শুরু বিশ্বকাপ

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২২

ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে পেসার তাসকিন আহমেদের দাপটে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ। এর ফলে দীর্ঘ ১৫ বছর পর বিশ্বকাপের মূল পর্বে জয় পেলো টাইগাররা।

সোমবার (২৪ অক্টোবর) বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রান করেছে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে ১৩৫ রানে অলআউট হয়েছে নেদারল্যান্ডস। মূলত তাসকিন আহমেদের দুর্ধর্ষ বোলিংয়ের ওপর ভর করেই জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। এদিন তাসকিন একাই নেন ৪ উইকেট।

সবশেষ ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিলো বাংলাদেশ। এতদিন পর্যন্ত সেটিই ছিল মূল পর্বে একমাত্র জয়। দেড় দশকের দীর্ঘ অপেক্ষার পর এবার দ্বিতীয় জয়ের দেখা পেলো বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৪৪/৮ (শান্ত ২৫, সৌম্য ১৪, লিটন ৯, সাকিব ৭, আফিফ ৩৮, ইয়াসির ৩, সোহান ১৩, মোসাদ্দেক ২০*, তাসকিন ০, হাসান ০*; ক্লাসেন ৪-০-৩৩-১, আকারম্যান ১-০-৪-০, ফন মেকেরেন ৪-০-২১-২, ডে লেডে ৩-০-২৯-২, প্রিঙ্গল ২-০-১০-১, শারিজ ৩-০-২৭-১, ফন বিক ৩-০-১২-১)।

Nagad

নেদারল্যান্ডস: ২০ ওভারে ১৩৫ (স্কট ১৬, ম্যাক্স ও’ডাউড ৮, বিক্রমজিং সিং ০, বাস ডি লিড ০, কুপার ০, একারমান ৬২, প্রিঙ্গল ১, বিক ২, ক্লাসেন ৭, মিকেরেন ২৪ ; তাসকিন ৪-০-২৫-৪, হাসান ৪-১-১৫-২, মুস্তাফিজ ৪-০১৯-০৯, সাকিব ৪-০-৩২-১, সৌম্য ৩-০-২৯-১)।

ফল: ৯ রানে জয়ী বাংলাদেশ।

সারাদিন/২৪ অক্টোবর/এমবি