আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২২

টুইটার কার্যালয়ে সিংক হাতে ইলন মাস্ক, করলেন বায়ো পরিবর্তন

আদালতের রায়ে ২৮ অক্টোবরের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার চুক্তি করে ফেলতে হবে বিশ্বের শীর্ষ ধনী এবং যুক্তরাষ্ট্রের গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ককে। ৪ হাজার ৪০০ কোটি ডলারে কেনার চুক্তিটি করতে হবে। চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টাও করেছেন মাস্ক। কিন্তু আদালত বলে দিয়েছেন, কেনার চুক্তি করে ফেলতে হবে, না হলে গুনতে হবে জরিমানা। টাইমলাইন শেষের আগে সানফ্রান্সিকোতে টুইটারের কার্যালয় একটি সিংক হাতে ঢুঁ মারলেন ইলন মাস্ক। টুইটার কার্যালয়ে ঘুরে বেড়ানোর পরই নিজের টুইটারের বায়ো (পরিচিতি) পরিবর্তন করেছেন। এ নিয়ে টুইটারে ভিডিও পোষ্ট করেছেন। টুইট বার্তায় কার্যালয়ে যাওয়ার কথা উল্লেখ করেছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। আর বায়োতে লিখেছেন টুইটারের প্রধান ‘চিফ টুইট’। গতকাল বুধবার টুইটার কার্যালয়ে গিয়ে ইলন মাস্ক সংস্থার নির্বাহীদের সঙ্গে সভা করেছেন কি না, তা জানা যায়নি। সূত্র: প্রথম আলো

নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ চান ব্যবসায়ীরা

শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ এবং ব্যাংকগুলোতে ঋণপত্র (এলসি) খোলা সহজ করতে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। এসব বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গতকাল বুধবার দেশের ভোগ্য পণ্য উৎপাদনকারী শিল্পোদ্যোক্তা, আমদানিকারক ও রপ্তানিকারকদের সঙ্গে গণভবনে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় ব্যবসায়ীরা তাঁর কাছে এসব সমস্যা সমাধানে সহায়তা চান।মতবিনিময়সভায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, মেঘনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তফা কামাল, এসিআই লিমিটেডের এমডি আরিফ দৌলা, দেশবন্ধু গ্রুপের এমডি গোলাম রহমান, টি কে গ্রুপের এমডি মোস্তফা হায়দার, সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অমিতাভ চক্রবর্তী, সিটি এডিবল অয়েল লিমিটেডের পরিচালক বিশ্বজিৎ সাহা, এস আলম গ্রুপের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক কাজী সালাউদ্দিন আহমেদসহ শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সূত্র: কালের কণ্ঠ

১২ ইরানি কর্মকর্তা মার্কিন নিষেধাজ্ঞায়

হিজাব না পরায় নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার ও পরে অসুস্থ হয়ে হাসপাতালে তরুণী মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ সহিংসভাবে দমন করায় ১২ জনের বেশি ইরানি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ওই কর্মকর্তাদের কালোতালিকাভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কপর্সের গোয়েন্দাপ্রধান মোহাম্মদ কাজেমি, সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের গভর্নর হোসেন মোদারেস খিয়াবানি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কর্মকর্তা ইসফাহান শহরের পুলিশ প্রধান। এছাড়া জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের সাতজন কারা কর্মকর্তা রয়েছেন ওই তালিকায়। পাশাপাশি ইরানের দুই গোয়েন্দা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র: সমকাল

Nagad

নিউইয়র্কে ‘মিস শ্রীলংকা’ অনুষ্ঠানে মারামারি, ভিডিও ভাইরা

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে আয়োজন করা হয় ‘মিস শ্রীলংকা’ প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে।গত শুক্রবার নিউইয়র্কে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তবে ওই মারামারির একটি ভিডিও ভাইরাল হওয়ায় বিষয়টি এখন আলোচনায় এসেছে।
জানা গেছে, ‘মিস শ্রীলংকা নিউইয়র্ক’ প্রতিযোগিতার পার্টি শেষে এ মারামারির ঘটনা ঘটে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের একপর্যায়ে সেখানে উপস্থিত নারী এবং পুরুষরা একে অপরকে কিল-ঘুষি, লাথি— এমনকি মাটিতে ফেলেও মারধর করছেন।সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, সুন্দরী প্রতিযোগিতার এ আয়োজনে ৩০০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন। কিন্তু কী নিয়ে অতিথিদের মাঝে সংঘর্ষের সূত্রপাত হয়েছে তা স্পষ্ট নয়। সেখানে কিছু জিনিসপত্রেরও ক্ষতি হয়েছে। সংঘর্ষে জড়িত একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে। সূত্র: যুগান্তর।

কত জ্বালানি তেল আছে মার্কিন রিজার্ভে?

বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকট মেটাতে মার্কিন কৌশলগত জাংরি তেলের রিজার্ভ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তবে আমেরিকার এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। রিয়াদ বলেছে, তেলের বাজারে ‘কারসাজি করতে’ এ পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা গেছে, টেক্সাস ও লুইজিয়ানা অঙ্গরাজ্যে মাটির নিচে লবণের স্তরের ভিতর তৈরি গুহায় যুক্তরাষ্ট্রের কোনো জরুরি প্রয়োজন সামাল দেওয়ার জন্য জমা করে রাখা আছে বিপুল পরিমাণ তেল। যুক্তরাষ্ট্রে মোট চারটি জায়গায় এই জরুরি তেলের মজুদ রয়েছে। টেক্সাসের ফ্রিপোর্ট এবং উইনির কাছে, আর লুইজিয়ানার লেক চার্লস আর ব্যাটন রুজে। মাটির ৩ হাজার ৩০০ ফুট নিচে মানবসৃষ্ট অনেক গুহার মধ্যে এই তেল জমা করে রাখা আছে। ভূগর্ভস্থ লবণের স্তরের একটা অংশের লবণ গলিয়ে ফেলে তৈরি করা হয় এই গুহা- যাতে প্রাকৃতিক গ্যাস বা তেল মজুদ রাখা যায়। মাটির ওপরে ট্যাংকে তেল জমা রাখার চাইতে এই পদ্ধতি অনেক সস্তা ও নিরাপদ। ভূগর্ভস্থ’ লবণের রাসায়নিক গঠন এবং ভূতাত্ত্বিক চাপ- দুই কারণেই এখান থেকে তেল বেরিয়ে যেতে পারে না। ফ্রিপোর্টের কাছে ব্রায়ান মাউন্ডে যে গুহাটি আছে তাদের ২৫৪ মিলিয়ন বা ২৫ কোটি ৪০ লাখ ব্যারেল তেল জমা রাখা যায়। আন্তর্জাতিক জ্বালানি এজেন্সির সব সদস্য দেশকেই অন্তত ৯০ দিন ব্যবহারের মতো পেট্রোলিয়ামের আমদানি ধরে রাখতে হয়। তবে জরুরি প্রয়োজন মোকাবিলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে ভান্ডার গড়ে তুলেছে- তার মতো বড় মজুদ পৃথিবীর আর কোথাও নেই। সূত্র: বিডি প্রতিদিন।

বড়সড় পারমাণবিক মহড়া রাশিয়ার, পর্যবেক্ষণ করলেন পুতি

ইউক্রেন যুদ্ধের মাত্রা রাশিয়া আরও বাড়াতে পারে এমন আশঙ্কার মধ্যেই পারমাণবিক মহড়া পরিচালনা করেছে রাশিয়ান বাহিনী। আর সে মহড়া পর্যবেক্ষণ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর স্কাই নিউজ-এর।রাষ্ট্রীয় টেলিভিশনের ছবিতে দেখা গেছে, একটি নিয়ন্ত্রণকক্ষে বসে ভিডিওর মাধ্যমে পূর্বনির্ধারিত ওই পারমাণবিক পরীক্ষা দেখছেন পুতিন। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ওই মহড়াটি ‘বৃহৎ পারমাণবিক আক্রমণের’ সিমুলেশ ছিল। মহড়ায় রাশিয়ার পারমাণবিক বাহিনী অনেকগুলো ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করার পরীক্ষা চালিয়েছে।রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু বলেছেন, ‘শত্রুর পারমাণবিক আক্রমণের মুখে পাল্টা বৃহৎ পারমাণবিক আক্রমণ চালানোর অনুশীলনের জন্য এ মহড়াটি করা হয়েছে।’ সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

উহানে আবারো লকডাউন

কভিড-১৯ প্রাদুর্ভাবের সূচনা কেন্দ্র হিসেবে পরিচিত চীনের উহান আবারো লকডাউনের কবলে। এ শহরসহ বিস্তৃত এলাকায় কড়াকাড়ি বাড়ানো হয়েছে ও আংশিক লকডাউন দেয়া হয়েছে। খবর দ্য গার্ডিয়ান।প্রতিবেদনে বলা হয়, মধ্য চীনের উহান থেকে উত্তর-পশ্চিমে জিনিং পর্যন্ত শহরগুলোতে কভিড সংক্রমণ বাড়ায় কড়াকড়ি দ্বিগুণ হয়েছে। প্রাদুর্ভাব কমাতে আবাসিক এলাকা প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে। লকডাউন দেয়া হয়েছে অনেক এলাকায়। এ কারণে লাখ লাখ মানুষ দুর্ভোগে পড়েছে।টানা তৃতীয়দিনের মতো আজ বৃহস্পতিবারও সারা চীনে এক হাজারের বেশি কভিড রোগী শনাক্ত হয়েছে। বছরের শুরুতে সাংহাইয়ে দিনে কয়েক হাজার রোগী শনাক্ত হওয়ায় পুরোপুরি লকডাউন দেয়া হয়েছিল। সে তুলনায় কম হলেও চীনের নীতি অনুসারে আরো নিষিধাজ্ঞা ও বিধিনিষেধ চালুর জন্য এ সংখ্যা যথেষ্ট। সূত্র: বনিক বার্তা।

পারমাণবিক অস্ত্রের মহড়া পর্যবেক্ষণ করলেন পুতিন

রাশিয়ার ‘নিউক্লিয়ার স্ট্র্যাটেজিক ফোর্স’ পারমাণবিক অস্ত্রের মহড়া চালিয়েছে। ইউক্রেন যুদ্ধের ডামাডোলে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকার মধ্যে এই মহড়া চালাল দেশটি। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোর নিয়ন্ত্রণকক্ষে বসে পুরো মহড়া ভার্চুয়ালি পর্যবেক্ষণ করেছেন। খবর আলজাজিরার। এ মহড়া মূলত শত্রুর পারমাণবিক হামলার জবাব কীভাবে দেওয়া হবে, তারই অনুশীলন। ‘গ্রোম’ বা ‘থান্ডার’ নামে এই মহড়ায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা ছাড়াও স্ট্র্যাটেজিক বোম্বার এবং পারমাণবিক সাবমেরিন ব্যবহার করা হয়েছে।বার্তা সংস্থা আইআরএ জানিয়েছে, মস্কো থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তরের প্লেসেৎস্ক কসমোড্রোম থেকে একটি ইয়ার্স আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। এ ছাড়া রাশিয়ার কামচাটকা প্রদেশের প্রত্যন্ত কুরা অঞ্চলে একটি সিনেভা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।। সূত্র: কালবেলা।

ইরানে মাজারে হামলা চালিয়ে ১৫ জনকে হত্যার দাবি আইএসের

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) জানিয়েছে, তারা ইরানের একটি শিয়া মাজারে হামলা চালিয়ে ১৫ জনকে হত্যা করেছে। ইরান এ হামলার জবাব দেওয়ার প্রত্যয় জানিয়েছে।পুলিশ হেফাজতে মাশা আমিনির (২২) মৃত্যুর প্রতিবাদে দেশজুড়ে চলা বিক্ষোভের ঘূর্ণিপাকের মধ্যে বুধবারের এ হামলার ঘটনায় দেশটিতে উত্তেজনা আরও ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, তারা এক বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে যে শিরাজের শাহ চেরাগ মাজারে হামলা চালিয়েছে। রানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এ হামলার জন্য ‘তাকফিরি সন্ত্রাসীদের’ দায়ী করেছে; ইসলামিক স্টেটের মতো সুন্নি জঙ্গিদের বোঝাতে তেহরান এ আখ্যা ব্যবহার করে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সূত্র: বিডি নিউজ

 

হয় জলবায়ুকে অগ্রাধিকার দিন, না হয় বিপর্যয়ের মুখে পড়ুন: জাতিসংঘ

বিশ্বের সামনে এখন যেসব হুমকি রয়েছে, জলবায়ু পরিবর্তন সেগুলোর একটি। বিশ্বে ইতোমধ্যেই এর প্রভাব পড়তে শুরু করেছে, অনেক স্থানে বিপর্যয়ও স্পষ্ট। তবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বজুড়ে নানা পদক্ষেপ নেওয়া হলেও এখনও খুব বেশি ফল মেলেনি।এই পরিস্থিতিতে বিশ্বের সকল দেশকে জলবায়ু পরিবর্তন ইস্যুকে পুনরায় অগ্রাধিকার দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, দেশগুলোকে অবশ্যই জলবায়ু পরিবর্তনকে পুনরায় অগ্রাধিকার দিতে হবে, আর তা না হলে বিশ্ব বিপর্যয়ের মুখোমুখি হবে।
মিশরে বড় জলবায়ু সম্মেলনের আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিবিসি নিউজকে একথা বলেন জাতিসংঘের প্রধান। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সূত্র: ঢাকা পোস্ট