অহনার পেটে যমজ বাচ্চা?
গাইনী ডাক্তার পরীক্ষা করে জানালেন, অভিনেত্রী অহনা রহমানের পেটে জমজ সন্তান! বিষয়টি মানতে নারাজ অহনা। এ নিয়ে অহনার ব্যক্তি জীবনে নেমে এসেছে ঝড়। এমন কথা শোনার পর ভালোবাসার মানুষটিও দূরে চলে যাচ্ছে। এখন কী করবেন তিনি?
কাউকেই বোঝাতে পারছেন না, আসলে তিনি গর্ভবতী নন। কোথাও কোনো ভুল হচ্ছে। অহনার জীবনের এমন ঘটনা আসলে বাস্তবে নয়, নাটকে।
বৈশাখী টেলিভিশনের সামাজিক নাটক ‘ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া’। মহিন খানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, অহনা, রকি খান, রত্না খান প্রমুখ।
জানা গেছে, বৃহস্পতিবার (০৩ নভেম্বর) রাত ১০টায় নাটকটি প্রচার হবে।
পরিচালক মহিন খান গণমাধ্যমকে বলেন, “শামীম হাসান সরকার ও অহনা দুজন দুজনকে ভালোবাসেন। অহনা অসুস্থ হয়ে পড়লে শামীম হাসান তাকে নিয়ে যান তার মেয়ে বন্ধু এক ডাক্তারের কাছে। তিনি নানা পরীক্ষা-নিরীক্ষা করে বলেন, অহনার পেটে যমজ বাচ্চা। এ কথা শুনে অজ্ঞান হয়ে পড়েন শামীম হাসান সরকার। এরপর থেকেই নানা হাস্যরসের মধ্য দিয়ে এগিয়ে চলে নাটকের কাহিনি।” তিনি আরও বলেন, “হাস্যরসে ভরপুর নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।”
সারাদিন/০২ নভেম্বর/এমবি