আমরা এক ইঞ্চি ভূমিও ছাড়বো না: জেলেনস্কি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২২

সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর দোনেৎস্ক গণভোটের মাধ্যমে নিজেদের দখলে নিয়েছে রাশিয়া। দোনেৎস্ক হলো পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শিল্প শহর। কিন্তু এই অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর পুনরুদ্ধারে মরিয়া হয়ে উঠেছে ইউক্রেনের সেনারা।

এই অবস্থায় হুঁশিয়ারি উচ্চারণ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, পূর্বাঞ্চলের এক ইঞ্চিও রাশিয়ার কাছে ছাড়বে না ইউক্রেনীয় সেনারা।

মঙ্গলবার (০৮ নভেম্বর) এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই কথা বলেন। লন্ডনভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই খরব জানানো হয়েছে।

দোনেৎস্কে সংঘাতের কেন্দ্রস্থলগুলো হলো- বাখমুত, সোলেদার ও আভদিভকা শহরের চারপাশ। এসব শহরে গত ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর তীব্র লড়াই হয়েছে দেশ দু’টির সেনাদের মধ্যে।

ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, দখলদারদের হামলা ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই ডজনখানেক হামলার ঘটনা ঘটছে। জেলেনস্কি আরও বলেন, “রুশ বাহিনী ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু দোনেৎস্ক অঞ্চল নিয়ে আমাদের নির্দেশনা একটাই। আমরা আমাদের ভূমির এক ইঞ্চিও ছাড়বো না।”

সারাদিন/০৯ নভেম্বর/এমবি 

Nagad