কাতার বিশ্বকাপ : দল ঘোষণা করেছে আর্জেন্টিনা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২২

সংগৃহীত

বিশ্ব আসরকে সামনে রেখে একে একে দল ঘোষণা করছে অংশগ্রহণকারী দলগুলো। এবার সে তালিকায় নাম লেখালো লিওনেল মেসির আর্জেন্টিনা। অবশেষে শুক্রবার (১১ নভেম্বর) ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

গত বেশ কিছুদিন ধরেই ইনজুরি সমস্যা বেশ ভাবাচ্ছিল আর্জেন্টিনার সমর্থকদের। কারণ চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা ছিল পাওলো দিবালা ও ডি মারিয়ার। কিন্তু শেষমেষ ইনজুরি শঙ্কা নিয়েই তাদের বিশ্বকাপ দলে অন্তর্ভূক্ত করলেন আর্জেন্টাইন কোচ স্কালোনি।

কাতার বিশ্বকাপ শুরুর ৯ দিন আগে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা।

ইনজুরি শঙ্কা নিয়েই পাওলো দিবালা ও ডি মারিয়াকে বিশ্বকাপ দলে অন্তর্ভূক্ত করা হয়েছে। ২২ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল ৪টায় সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। পরের দুই ম্যাচে যথাক্রমে ২৬ নভেম্বর ও ১ ডিসেম্বর মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে।

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড-

গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি।

Nagad

ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস ট্যাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ।

মিডফিল্ডার : রদ্রিগো ডিপল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এক্সকুয়েল প্যালাসিওস।

ফরোয়ার্ড : আনহেল ডিমারিয়া, লাউতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন কোরেয়া, লিওনেল মেসি।

উল্লেখ্য, বিশ্বকাপ শুরু হবে আগামী ২০ নভেম্বর। উদ্বোধনী ম্যাচ মাতাবে কাতার ও ইকুয়েডর।