কঠোর বিধিনিষেধ শিথিল করছে চীন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২২

ছবি- সংগৃহীত

চীন সরকারের ‘শূন্য কোভিড নীতি’র ‘কঠোর বিধিনিষেধের’ কারণে চলতি সপ্তাহে দেশটির রাজধানী বেইজিং, সাংহাই এবং গুয়াংজুসহ প্রধান শহরগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। যার মধ্যে কয়েকটি স্থানে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটে। এমন পরিস্থিতিতে ‘কঠোর বিধিনিষেধ’ শিথিলকরণের ইঙ্গিত দিয়েছে চীনা কতৃপক্ষ।

বুধবার (৩০ নভেম্বর) চীনের ন্যাশনাল হেলথ কমিশনের এক বৈঠকে দেশটির উপ-প্রধানমন্ত্রী সান চুনলান এই ইঙ্গিত দিয়েছেন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সিনহুয়া’ এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

চীনের উপ-প্রধানমন্ত্রী সান চুনলান বলেন, করোনাভাইরাসের রোগ সৃষ্টি করার ক্ষমতা দুর্বল হয়ে পড়ছে। ওমিক্রন ভেরিয়েন্ট দুর্বল হয়ে পড়ছে এবং টিকা দেওয়ার হারও বৃদ্ধি পেয়েছে। তাই যেসব এলাকায় কম ঝুঁকিপূর্ণ সেখানে কঠোর বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইতোমধ্যে বুধবার (৩০ নভেম্বর) চীনের দক্ষিণাঞ্চলের মেগাসিটি গুয়াংজুর হাইজু জেলা সহ শহরের ১১টি জেলায় বিভিন্ন মাত্রায় বিধিনিষেধ শিথিল করা হয়েছে, যেখানে মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে বিক্ষোভ এবং পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল।

সারাদিন/০১ ডিসেম্বর/এমবি 

Nagad