নয়াপল্টন কার্যালয়ে বিএনপি নেতারা, ক্ষতির তালিকা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২২

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলে দিয়েছে পুলিশ। বিএনপির সাংগঠনিক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্সের নেতৃত্বে আইনজীবীদের একটি দল দলীয় কার্যালয়ে প্রবেশ করে। রোববার (১১ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে কার্যালয়ের গেট খুলে দেয় পুলিশ। এরপর তারা প্রবেশ করে।

ভেতরে ঢুকে নেতাকর্মীরা পুরো কার্যালয় ঘুরে ঘুরে দেখেন। কেউ কেউ গুরত্বপূর্ণ নথিপত্রের খোঁজ করেন। কর্মীরা কার্যালয়ের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র, আসবাবপত্র ঠিক করার চেষ্টা করেন। পরে সাংবাদিকদের জানান, প্রতিটি দপ্তরের ক্ষতির তালিকা করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, বিএনপি কার্যালয়ে প্রতিটি ফ্লোরে বিভিন্ন কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গুরুত্বপূর্ণ সব জিনিসপত্র তছনছ। অফিসে যেসব তালা ছিল তা কাটা অবস্থায় পড়ে আছে মেঝেতে। কয়েকটি কম্পিউটারের মনিটর ভাঙা পাওয়া যায়। ভেতরে থাকা শীর্ষ নেতাদের ছবিও এলোমেলো অবস্থায় পাওয়া যায়।

উল্লেখ্য, এর আগে গত বুধবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন রাত থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও নাইটিংগেল থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত পুরো এলাকা নিয়ন্ত্রণ নেয় পুলিশ। তার প্রেক্ষিতে একটি মামলা হয়। এ মামালা ও ক্রাইম সিনের কার্যক্রম পরিচালনার জন্য পার্টি অফিস বন্ধ করেছিল ডিএমপি।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে চলাচলের জন্য এই রাস্তা খুলে দেওয়া হলেও শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে নাইটিংগেল মোড় থেকে ফকিরাপুল যাওয়ার রাস্তা এবং ফকিরাপুল থেকে নাইটিংগেল চলাচলের সড়ক বন্ধ করে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, বিএনপির ১০ ডিসেম্বরের বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে কিছু তথ্য ছিল এবং নিরাপত্তার সঙ্গে মতিঝিল এলাকায় কিছু চেকপোস্ট করা হয়েছিল। তবে সেগুলো ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। নয়াপল্টনের রাস্তাটি আজকে পুরোপুরি খোলা আছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ দিকে গত বুধবার থেকে চার দিন পর রাজধানীর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছে বিএনপির নেতাকর্মীরা।

Nagad

সারাদিন. ১১ ডিসেম্বর.