করোনায় চীনে মৃত্যুর সংখ্যা ১০ লাখ ছাড়ানোর আশঙ্কা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২২

ছবি- সংগৃহীত

করোনাভাইরাসে কঠিন বিধিনিষেধ হঠাৎ তুলে নেওয়ার ফলে আগামী বছরের (২০২৩) মধ্যে চীনে মৃত্যুর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট অব হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন (আইএইচএমই)।

যুক্তরাষ্ট্রভিত্তিক আইএইচএমই -এর পরিচালক ক্রিস্টোফার মারে এই তথ্য জানিয়েছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) লন্ডনভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এইসব তথ্য প্রকাশ করা হয়েছে।

আইএইচএমই পরিচালক জানান, চীনে করোনাভাইরাসের সংক্রমণ পহেলা এপ্রিলের কাছাকাছি সময়ে শীর্ষে উঠবে। ওই সময় মৃতের সংখ্যা তিন লাখ ২২ হাজারে পৌঁছবে। চীনের জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ ততদিনে সংক্রামিত হবে।

চীনের জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ কোভিড বিধিনিষেধ তুলে নেওয়ার পর থেকে কোনও আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাসের মৃত্যুর খবর প্রকাশ করেনি। সবশেষ সরকারিভাবে মৃত্যুর খবর গত ০৩ ডিসেম্বর পাওয়া গেছে। চীনে মহামারীতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৩৫ জনে।

সারাদিন/১৭ ডিসেম্বর/এমবি

Nagad